এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু মোকাবিলায় এবার তৃণমূলের অস্ত্র হয়ে উঠতে চলেছেন সুজাতা খাঁ? নতুন সমীকরণ নিয়ে জল্পনা

শুভেন্দু মোকাবিলায় এবার তৃণমূলের অস্ত্র হয়ে উঠতে চলেছেন সুজাতা খাঁ? নতুন সমীকরণ নিয়ে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় স্বামীর সাথে তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি। কিন্তু গত লোকসভা নির্বাচনের আগে স্বামী সৌমিত্র খাঁ যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারপরেই পতিব্রতা স্ত্রী সুজাতা খাঁ মন্ডল যোগদান করেন গেরুয়া শিবিরে। এমনকি স্বামী সৌমিত্র খাঁ বিজেপির টিকিটের গত লোকসভা নির্বাচনের সময় দাঁড়ালেও, আইনি জটিলতার কারণে নিজ এলাকায় প্রচার করতে ঢুকতে পারেননি। আর সেই সময়ে সৌমিত্রবাবু হয়ে সেই এলাকায় ঢুকে প্রচার করেন সুজাতাদেবী।

যার ফল হাতেনাতে পায় ভারতীয় জনতা পার্টি। বিপুল ভোটে জয়লাভ করেন সৌমিত্রবাবু। আর এরপর বিভিন্ন সময় রাজ্য বিজেপি যুব মোর্চার বর্তমান সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁয়ের সহধর্মীনিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে। কিন্তু সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার সাথে সাথেই সেই সুজাতাদেবীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা যায়। আর বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সাথে সাথেই এখন সেই সুজাতাদেবীকে মুখ করে গ্রামেগঞ্জে বা শহরতলীতে সভা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি 2021 এর বিধানসভা নির্বাচনে সুজাতাদেবীকে প্রধান মুখ করে লড়াই করবে তৃণমূল কংগ্রেস!একাংশ বলছেন, এ যেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ মন্ডলকেই দেখা যেতে শুরু করেছে‌। স্বামীর হয়ে যখন তিনি নির্বাচনী প্রচার শুরু করেছিলেন, তখন বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে এই ভাবেই বক্তব্য রাখতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এবার জার্সি বদলে নিয়েছেন তিনি। পদ্মফুল শিবিরের জায়গায় তার নামের পাশে রয়েছে ঘাসফুল। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে ধান্দাবাজ বলে আক্রমণ করেছেন সুজাতাদেবী। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপক্ষে আওয়াজ পাল্টা বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, সুজাতা খাঁ মন্ডল এ যেন ধর্মযুদ্ধে নেমেছেন। স্বামীর বিরুদ্ধে অন্য এক প্রতিপক্ষ টিমে গিয়ে লড়াই করতে হচ্ছে তাকে। একদিকে রয়েছে সংসার, অন্যদিকে রয়েছে রাজনীতি। আর এই দুইয়ের ফাকে তার কাছে এখন কোনটা বড়, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে। তবে একাংশ বলছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথেই সৌমিত্র খাঁ জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর সহধর্মিনীকে ডিভোর্স দেবেন।

কিন্তু এবার সেই সৌমিত্র খাঁ এর সহধর্মীনি সুজাতা খাকে তৃণমূল যেভাবে মুখ করতে শুরু করেছে, তাতে কাঁটা দিয়েই যে কাঁটা তুলতে চায় শাসকদল, তা বলার অপেক্ষা রাখে না। এখন সুজাতাদেবী স্বামীর বিপক্ষে গিয়ে নিজের দল তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করানোর ধর্মযুদ্ধে কতটা সফলতা লাভ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!