এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু শিবিরে কারা? জল্পনা বাড়িয়ে খোঁজখবর তৃণমূলের অন্দরেই! রাজ্য-রাজনীতিতে নতুন অঙ্ক?

শুভেন্দু শিবিরে কারা? জল্পনা বাড়িয়ে খোঁজখবর তৃণমূলের অন্দরেই! রাজ্য-রাজনীতিতে নতুন অঙ্ক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছে গোটা বাংলায়। তিনি কী করবেন, তৃণমূলে থাকবেন, নাকি অন্য কোনো রাজনৈতিক মঞ্চ গঠন করবেন! তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সারা রাজ্যে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই শুভেন্দু অধিকারী দল কিংবা সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। যেখানে “দাদার অনুগামী” বলে বেশ কিছু যুবক মঞ্চ তৈরি করেছেন। আর সেখানেই উপস্থিত হচ্ছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। শুধু তাই নয়, সেই সমস্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে বেশ কিছু মন্তব্য করতেও দেখা যাচ্ছে তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে। যা নিয়ে চর্চা চলছে গোটা রাজ্যজুড়ে।

এমত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দলবদল করতে পারেন বলে যখন জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখনই তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে শুরু করেছেন। আর তাতেই রাজনৈতিক মহলের একাংশ বলছেন, তাহলে কি শুভেন্দুবাবু এবার নিজের মত করে শক্তিশালী টিম গঠন করছেন! আর তাই নিজের অনুগামীদের সঙ্গে দেখা করে ভবিষ্যতের জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত রাখতে চাইছেন রাজ্যের পরিবহনমন্ত্রী? জানা যায়, এদিন অরাজনৈতিক কর্মসূচিতে মেদিনীপুরে এসেছিলেন শুভেন্দুবাবু। যেখানে ওই কর্মসূচি শেষে তৃণমূলের বেশ কিছু নেতাকর্মী তার সঙ্গে দেখা করেছেন বলে খবর। যার মধ্যে বেশ কয়েকজন জনপ্রতিনিধিও রয়েছেন।

জানা গেছে, দলের বেশ কিছু নেতাকর্মী শনিবার মেদিনীপুরে শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করেছেন। কর্মসূচিতে কেউ দেখা না করলেও, পরবর্তীতে সার্কিট হাউসে গিয়ে তার সঙ্গে দেখা করে কথা বলেছেন তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা। যার মধ্যে এক পঞ্চায়েত সমিতির সভাপতি, এক কর্মাধ্যক্ষ, প্রাক্তন পৌর প্রধানের মত তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন। এছাড়াও একাধিক কাউন্সিলর এবং কাউন্সিলরদের আত্মীয়রাও এই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। যার ফলে শাসকদলের চিন্তা ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী যদি অতীতের মত পরিস্থিতি অবলম্বন করে নিজের জায়গায় স্থির থাকতেন, তাহলে তার সঙ্গে যে নেতাই দেখা করুন না কেন, তা নিয়ে গুঞ্জন সৃষ্টি হত না। কিন্তু বর্তমানে দল কিংবা সরকারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজের মত করে পথ চলতে দেখা যাচ্ছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে। স্বাভাবিক ভাবেই এমত পরিস্থিতিতে তার সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধির সাক্ষাত শাসকদলের চিন্তা যে ক্রমশ বাড়িয়ে তুলছে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ প্রার্থী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলেন, “দাদা মেদিনীপুরে এসেছিলেন। আমি ওইদিন মেদিনীপুরে ছিলাম। তাই বিজয়া জানাতেই দাদার কাছে গিয়েছি। দাদা এখন আমাদের জেলা সাংগঠনিক দায়িত্বে নেই ঠিকই। কিন্তু উনি তো আমাদের দলের রাজ্য নেতা। মেদিনীপুরের ভূমিপুত্র। তাই তার সঙ্গে দেখা করা কি অন্যায়!” কিন্তু এভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে পৃথকভাবে তৃণমূলের একাধিক প্রাক্তন এবং বর্তমান জনপ্রতিনিধির দেখা করায় কিছুটা হলেও যে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ওই সমস্ত কিছু নিয়ে কিছু ভাবছি না।” তবে মুখে অজিতবাবু যে কথাই বলুন না কেন, বাস্তবে যে তারা এই ব্যাপারে অনেকটাই চিন্তাশীল, সেই বিষয়টা নিশ্চিত রাজনৈতিক মহলের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!