এখন পড়ছেন
হোম > জাতীয় > এদের সম্বন্ধে বলা মানে নিজের মান নিচে নামানো, বিজেপি মন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

এদের সম্বন্ধে বলা মানে নিজের মান নিচে নামানো, বিজেপি মন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর


রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারকার্যের শেষ পর্যায়ে পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে দলের শেষ মুহূর্তেরে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তিনি প্রকাশ্যে জানালেন বাবুল সুপ্রিয়কে তিনি কোনও রাজনৈতিক নেতা হিসেবেই মনে করেন না। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের নির্বাচন সূচী ঘোষণার অনেক আগেই পূর্ব মেদিনীপুরে দলের এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, “বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত তৈরি করতে পারলে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।” পরিবহন মন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক জলঘোলা হয়েছিলো। সম্প্রতি পূর্ব মেদিনীপুরে প্রচারে গিয়ে সেই প্রসঙ্গই উত্থাপন করেন বিজেপি দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেদিনের প্রচারমঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, “ওই টাকা কে দেবে !” এছাড়াও ঐদিন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুবাবু সম্পর্কে নানা কুরুচীকর মন্তব্যও করেন তিনি। এদিন বাবুল সুপ্রিয়’র এইসব কথার জবাব দিলেন এদিন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুভেন্দুবাবু এদিন তিনি বললেন, ”বাবুল সুপ্রিয় কোনও রাজনৈতিক লোকই নন। তাঁর সম্বন্ধে কিছু বলতে চাই না।” তাঁর এই মন্তব্যের কারণ ব্যাখ্যা তিনি নিজেই করে বললেন, “এরা হঠাত্‍ করে পেয়ে গিয়েছে। রাজনীতির এবিসিডি জানে না। এদের সম্বন্ধে বলা মানে নিজের মান নিচে নামানো।” প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র” গায়ক পরিচিতির কথাই আপামর পশ্চিমবঙ্গবাসী জানেন। কিন্তু ২০১৪ সালের পর সেই পরিচিতিই বদলে যায়। এইসময়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী হন বাবুল সুপ্রিয়। এই সময়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী খোদ নরেন্দ্র মোদী রাজ্যে প্রচারে এসে বলেন , ”পার্লামেন্ট মে মুঝে বাবুল চাহিয়ে।” লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন বাবুল সুপ্রিয়। এই মঞ্চ থেকে শুভেন্দুবাবু তাঁর রাজনীতিতে যোগদান সহ সাংসদ বিধায়ক এবং নেতা হয়ে ওঠা প্রসঙ্গে বললেন,” যখন থেকে কলেজে ইলেভেন-টুইয়েলভ ছিল, তখন থেকে আমি ছাত্র সংসদের সদস্য। আমি সাইকেল থেকে পড়ে পড়ে সাইকেল চড়া শিখেছি। আমি কাউন্সিলার হয়েছি, বিধায়ক হয়েছি, সাংসদ হয়েছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধায়ক করে মন্ত্রী করেছেন।” যাঁর এইরকম রাজনীতিতে বেড়ে ওঠার ইতিহাস সেই শুভেন্দুবাবু তাই বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নন বলে এদিন প্রকাশ্য জনসভায় জানালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!