“আমি দিলিপ বাবুর থেকে বড় মস্তান,লক্ষণ শেঠ ও কিষেনজিকে জব্দ করেছি”- শুভেন্দু পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য May 6, 2019 কার্তিক গুহ:- সোমবার ছিল পঞ্চম দফার নির্বাচন।আর এইদিন বিক্ষিপ্ত অশান্তি সন্ত্রাস হয়েছে বিভিন্ন জায়গায়।কেশিয়াড়িতে মানস ভুইয়ার সমর্থনে এসে বিজেপি কে কটাক্ষ করেন শুভেন্দু।বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন-“আমি দিলিপ বাবুর থেকেও বড় ‘মস্তান’।গনতান্ত্রিক ভাবে জব্দ করব।”পশ্চিম মেদিনীপুরের কেসািয়াড়িতে সোমবার বিকেলে মানস ভুইয়ার সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারি।শুধু নরেন্দ্র মোদিকে নয় বিজেপিকে কটাক্ষ করেন শুভেন্দু।মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষকে “ফাঁকিবাজ” বলে কটাক্ষ করেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আপনার মতামত জানান -