সবংয়ে তৃণমূল ছক্কা হাঁকাবে, দাবি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ খবর রাজ্য December 24, 2017 আজ সবং উপনির্বাচনের ফল ঘোষণা, তার আগে গতকাল মেচেদায় তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন আত্মবিশ্বাসী পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা, জেলা পরিষদ সদস্য দিবাকর জানা, পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, তমলুক পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, সংখ্যালঘু সেলের নেতা বদ্রু আলম মল্লিক, জইদুল ইসলাম খানকে পাশে নিয়ে ভোটগণনার আগের দিন আত্মপ্রত্যয়ী শুভেন্দুবাবু বিরোধীদের প্রায় মাঠের বাইরে ফেলে দিলেন। এদিন তিনি বলেন – ১. সবংয়ের ফলাফলে তৃণমূল ছক্কা হাঁকাবে ২. হার্মাদ সিপিএম লাল জামা খুলে গেরুয়া জামা পরেছে ৩. বুথে বুথে মিটিং করে বলছে, এক হয়ে লড়তে হবে ৪. কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, যেটুকু ছিল মুর্শিদাবাদে, সেটাও আমি খতম করে দিয়েছি ৫. ওরা হুমকি, মিথ্যাচার দিয়ে কিছু করতে পারবে না ৬. পঞ্চায়েত ভোটে আমরাই জিতব, ওদের মানুষ প্রত্যাখান করবে আপনার মতামত জানান -