এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভেন্দু অধিকারীর হাত ধরে এলাকাবাসীকে বিশেষ উপহার নতুন বিধায়ক সুনীল সিংয়ের

শুভেন্দু অধিকারীর হাত ধরে এলাকাবাসীকে বিশেষ উপহার নতুন বিধায়ক সুনীল সিংয়ের

আগেই ঘোষণা হয়েছিল যে চালু হতে চলেছে শ্যামনগর থেকে হাওড়া পর্যন্ত বাস চলাচল। বাসটি শিয়ালদহ হয়ে হাওড়া যাবে । নিত্যযাত্রীদের সুবিধার্থেই এমন পদক্ষেপ নিলেন গারুলিয়া পুরসভার চেয়ারম্যান তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুনীল সিং এবং রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।আর আজ সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই উত্তর ২৪ পরগনায় নোয়াপাড়ায় রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে নতুন চারটি সরকারি বাসের উদ্বোধন হল৷ এদিন শুভেন্দু অধিকারী জানান, “ওই এলাকায় একটা বাস রুটের খুব দরকার ছিল। সেটা চালু করতে পেরে খুব ভালো লাগছে।” জানা গেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে কলকাতা বা হাওড়া আসার বাস চালু থাকলেও শ্যামনগর, জগদ্দল থেকে সরাসরি কোনো বাস চলাচল ব্যবস্থা নেই। অন্যদিকে নৈহাটী, কাঁচরাপাড়া থেকে কলকাতা আসার বাস মিললেও নৈহাটী থেকে টেকনোপোলিস যাওয়ার বাসের দেখা মেলা ভার। শিয়ালদহ মেইন লাইনের ট্রেন গুলিতে ভিড়ের চাপ এড়িয়ে এবার সাধারণ মানুষকে রেহাই দিতে উত্তর ২৪ পরগনার এই এলাকাগুলিকে সড়কপথে কলকাতার সাথে যুক্ত করতে সক্রিয় হয়েছেন সুনীল সিং এবং শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!