এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুভেন্দু-গড়ে উলটপুরাণ, সব আসনে প্রার্থী দিতে পারল না শাসকদল তৃণমূল কংগ্রেস

শুভেন্দু-গড়ে উলটপুরাণ, সব আসনে প্রার্থী দিতে পারল না শাসকদল তৃণমূল কংগ্রেস

এতদিন অবধি এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে হওয়া নানা হিংসা , হানাহানির ঘটনায় বিরোধী পক্ষের কড়া ভাষায় সমালোচনার শিকার শাসকদল। এমনকি বিরোধীদলের মনোনয়নপত্র পেশকালে সন্ত্রাস তৈরী করে প্রার্থীদের শেষ অবধি মনোনয়নপত্র পেশ করতেও দেয়নি শাসকদল এমন অভিযোগ ও উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই শাসকদল অবিশ্বাস্য হলেও বাস্তবে পূর্ব মেদিনীপুরের সব কেন্দ্রে প্রার্থীই দিতে পারল না । উল্লেখ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে মনোনয়নেরপত্র পেশের অতিরিক্ত দিন ধার্য  করার পর মঙ্গলবার সকালে তা বাতিল করেছে নির্বাচন কমিশন। জানা গেছে এরফলেই পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত সমিতির সমস্ত আসনে দলীয় প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তথ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে জানা যায় পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৬৬১টি। যার মধ্যে ৫৩৩টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে তৃণমূল। ২৮ টি আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। কিন্তু কেনও দেওয়া সম্ভব হয়নি সে প্রসঙ্গে দলীয় সূত্রে কিছু জানা যায়নি। এদিকে জেলাপরিষদ ও গ্রামপঞ্চায়েতের মনোনয়নপত্র পেশের ব্যাপারে দেখা গেলো একদম অন্য চিত্র।জেলা পরিষদের ৬০ টি আসনের জন্য তৃণমূলের মনোনয়নপত্র জমা পড়েছে ৯০টি আর গ্রাম পঞ্চায়েতের ৩৩৭৮টি আসনের জন্য তৃণমূলের পক্ষে মনোনয়নপত্র জমা পড়েছে  ৩৯৮৪ টি। তবে শাসকদলের তরফ থেকে দুটি বিপরীত ধর্মী ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!