এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে খুন করা হতে পারে, বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

শুভেন্দুকে খুন করা হতে পারে, বিস্ফোরক দাবি তৃণমূল নেতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী কি করবেন, তা সকলের কাছেই এখনও ধোঁয়াশা হিসেবেই রয়েছে। ইতিমধ্যেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর শুভেন্দু অধিকারী দল ত্যাগ করতে পারেন বলে দাবি করা হচ্ছে। তার অনুগামীরাও প্রত্যক্ষ করছেন, কি করেন শুভেন্দু অধিকারী! তার পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আর এমত একটা পরিস্থিতিতে যখন শুভেন্দু অধিকারীকে নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে, ঠিক তখনই তাকে খুন করা হতে পারে বলে বিস্ফোরক দাবি করলেন তার ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পন্ডা। যাকে কেন্দ্র করে এখন ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, মঙ্গলবার কাঁথিতে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন কনিষ্ক পন্ডা। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এই তৃণমূল নেতা বলেন, “শুভেন্দু অধিকারীর নিরাপত্তার প্রয়োজন। কারণ তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে।” পাশাপাশি তার নিরাপত্তার দাবিতে তার অনুগামীদের একাংশ রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।

কিন্তু যখন শুভেন্দুবাবুর দলত্যাগ এবং তার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তখন হঠাৎ করে কেন কনিষ্কবাবু এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি সত্যি সত্যিই শুভেন্দু অধিকারী প্রাণসংশয়ের মত কোনো ঘটনা রয়েছে! আর তাই তার অনুগামী এই ধরনের মন্তব্য করে কার্যত জল্পনা বাড়িয়ে দিলেন!

একাংশ বলছেন, কিছুদিন আগে এই কনিষ্কবাবু শুভেন্দু অধিকারীর পক্ষ অবলম্বন করে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছিলেন। যার ফলে এই তৃণমূল নেতাকে নিয়ে চাঞ্চল্য ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। আর এবার সেই শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলে দাবি করে রীতিমত শোরগোল তুলে দিলেন এই তৃণমূল নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কনিষ্ক পন্ডা আরও বলেন, “শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে আজ তার অনুগামীরা একটি কোর কমিটির বৈঠকে বসবেন। সেখানেই ঠিক হবে কবে রাজ্যপালের সময় চাওয়া হবে। শুভেন্দু অধিকারীকে সরকারি নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রাজ্যপালের কাছে আবেদন করা হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী দলের সঙ্গে যখন দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন, তখন তিনি তার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করেন।

তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকবে। আর এমত পরিস্থিতিতে সরকারের সঙ্গে এবং দলের সঙ্গে যখন শুভেন্দুবাবুর দূরত্ব বাড়ছে, তখন তার অনুগামীদের পক্ষ থেকে যেভাবে রাজ্যপালের দ্বারস্থ হয়ে তার নিরাপত্তা রক্ষী দেওয়া হোক বলে দাবি জানানোর উদ্যোগ নেওয়া হল, তাতে গুঞ্জন আরও বাড়তে শুরু করল।

তাহলে কি পাকাপাকিভাবে দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সঙ্গে আরও দূরত্ব বৃদ্ধি পেল শুভেন্দু অধিকারীর! যেভাবে কনিষ্কবাবু শুভেন্দু অধিকারীকে খুন করা হতে পারে বলে সংশয় প্রকাশ করলেন, তাতে রাজ্য রাজনীতিতে এখন জল্পনা এবং গুঞ্জন চরম আকার ধারণ করতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!