শুভেন্দুর অবমাননাকর মন্তব্য, গর্জে উঠলেন পার্থ চ্যাটার্জি! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 7, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্য বিধানসভায় নিয়োগ নিয়ে বোমা ফাটিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে জাল সার্টিফিকেটে অনেককে নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে মুখ খুললেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে বিধানসভার কর্মীদের উদ্দেশ্যে এই কথা বলে অপমান করেছেন শুভেন্দু অধিকারী বলে দাবি করলেন তিনি। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী বলেন, “এই অভিযোগ করে বিধানসভার কর্মচারী ভাইদের অপমান করেছেন শুভেন্দু অধিকারী। সমস্ত নিয়োগ মেনে, আইন মেনে পুলিশ ভেরিফিকেশন হয়েছে। আমরা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। যখন তিনি সরকারে ছিলেন, তখন তিনি কিছু বলেননি। হতাশা থেকে এই সমস্ত কথা বলছেন।” অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই অভিযোগ যে একেবারেই অমূলক এবং ভিত্তিহীন, তা স্পষ্ট করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -