এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর বাসভবনে সিআইডি, ‘প্রতিহিংসার রাজনীতি’ কটাক্ষ বিজেপির!

শুভেন্দুর বাসভবনে সিআইডি, ‘প্রতিহিংসার রাজনীতি’ কটাক্ষ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় তদন্তভার গ্রহণ করে সিআইডি। আর তারপর থেকেই গোটা ঘটনা প্রতিহিংসাপরায়ণ বলে দাবি করতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। একসময় রাজ্য সরকারের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ টিমের প্রধান মুখ। প্রতি সময়ে বিরোধী দলনেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক।

আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীকে চাপে রাখতে মন্ত্রী থাকার সময় তার দেহরক্ষীর রহস্য মৃত্যুর ঘটনাকে তুলে এনে এখন তার ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করছে রাজ্য বলে দাবি করছেন একাংশ। আর এবার সেই রহস্য মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার দুপুর বারোটার সময় সিআইডির চার সদস্যের একটি প্রতিনিধিদল কাঁথি থানায় আসে। আর তারপরেই আইসির সঙ্গে কথা বলে নিজেদের হাতে তদন্তভার তুলে নেন তারা। আর এরপরেই শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সেই সিআইডি আধিকারিকরা। তবে শুভেন্দু অধিকারী তখন বাড়িতে ছিলেন না। কিন্তু তার ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা হয় তদন্তকারীদের। গোটা বাড়ি ঘুরে দেখেন তারা। পরবর্তীতে আড়াইটে নাগাদ শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে যান রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, তৃণমূল প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে বিশ্বাসী। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তে তৃণমূল সরকারের ঘুম উড়িয়ে দিতেই তার প্রাক্তন দেহরক্ষীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডির হাতে তদন্ত তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!