এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর ঘুম উড়িয়ে দিতে ফের মেদিনীপুরে অভিষেক, জেনে নিন

শুভেন্দুর ঘুম উড়িয়ে দিতে ফের মেদিনীপুরে অভিষেক, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই মেদিনীপুর কার্যত পাখির চোখ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। এককালে মেদিনীপুরে তৃণমূলের হয়ে সমস্ত সংগঠনের দেখভাল করতেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই তিনি বিজেপিতে যোগদান করার পর তার হাত ধরে তৃণমূলের নীচুতলা থেকে শুরু করে উপরতলায় ভাঙ্গন ধরবে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

আর এই পরিস্থিতিতে বেশ কিছুদিন আগেই মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারীর বাড়ির কিছুটা দূরে সভা করে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার ফের মেদিনীপুরে রাজনৈতিক কর্মসূচি করতে যাচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। যাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রোড শো করার কথা রয়েছে তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ অভিষেকবাবুর এই সফর যে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। কেননা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর যে তৃণমূলের চিন্তা বেড়েছে, তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে মেদিনীপুরের সমস্ত আসন তিনি আর দিলীপ ঘোষ মিলে বিজেপির দখলে আনবেন বলে হুংকার ছেড়েছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবু যে তাদের কাছে ফ্যাক্টর নয়, তা বারবার জনতার কাছে প্রতিষ্ঠা করা তৃণমূল কংগ্রেসকে এখন যেন-তেন প্রকারেণ মেদিনীপুরের সমস্ত আসন নিজেদের দখলে রাখতে হবে। আর সেই কারণেই নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এবার সেই মেদিনীপুরে পাখির চোখ করে আগামী 27 তারিখ ঘাটালে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দাবি একাংশের।অনেকেই বলতে শুরু করেছেন, আসলে এই লড়াই তৃণমূল-বিজেপি অপেক্ষা শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কেননা তৃণমূলে থাকার সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর খুব একটা বনিবনা ছিল না। এমনকি তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে দ্রুত উত্থানের কারণেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীকে চাপে রাখতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আগামী দিনে অভিষেকবাবুর মেদিনীপুরের মাটিতে এই রাজনৈতিক কর্মসূচি কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!