এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর জন্য নয়া কর্মসূচি তৃণমূলের, বিড়ম্বনায় শিশির! টালমাটাল বঙ্গ রাজনীতি!

শুভেন্দুর জন্য নয়া কর্মসূচি তৃণমূলের, বিড়ম্বনায় শিশির! টালমাটাল বঙ্গ রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই যাতে শাসক দল বিজেপি ভাঙাতে না পারে, তার কারণে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য উঠেপড়ে লেগেছেন শুভেন্দু অধিকারী। মুকুল রায় বিজেপিতে টিকিটে জয়লাভ করে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। আর তারপরেই তার সদস্যপদ খারিজ করতে অধ্যক্ষের দ্বারস্থ হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। দলত্যাগ বিরোধী আইন অবিলম্বে কার্যকর করার দাবি তুলতে শুরু করেছেন তিনি। তবে এই পরিস্থিতিতে শুভেন্দুবাবু নিজের ঘর থেকেই পরিবর্তন শুরু করুক বলে পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

এক্ষেত্রে তৃণমূল সাংসদ হয়ে শিশির অধিকারী যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে‌। কিন্তু এখনও পর্যন্ত তিনি তার সাংসদ পদ ছাড়েননি। তাই শুভেন্দুবাবুর পিতা শিশির অধিকারীর কথা তুলে ধরে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে “বাবাকে বলো” কর্মসূচি এনে নেটমাধ্যমে তা ভাইরাল করে দেওয়া হচ্ছে। যেখানে শিশির অধিকারীর নম্বর দিয়ে “বাবাকে বলো” বলে তৃনমূলের কর্মী-সমর্থকরা ফেসবুক পোস্ট করতে শুরু করেছেন। যা অধিকারী পরিবারের কাছে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 21 মার্চ পূর্ব মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় গিয়ে তৃণমূল সাংসদ হিসেবে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। আর তারপর থেকেই তিনি বিজেপির সদস্য হয়ে গিয়েছেন বলেই মনে করা হয়েছিল। এরপরই সেই শিশিরবাবুর সদস্যপদ খারিজ করতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর কথার কথা বলে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করবার জন্য বর্তমানে উঠেপড়ে লেগেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে কিছুদিন আগেই বিধানসভায় ব্যাপক তরজা সৃষ্টি হয় শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। যেখানে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে “বাবাকে বলো” বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। যারপরেই তার বাবার নাম ধরে অসংসদীয় বক্তব্য রাখা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা।

তবে এবার তৃণমূলের তরফে এই ব্যাপারটিকে আরও প্রচারের আলোয় আনার জন্য শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে চাপে ফেলতে গোটা বিষয়টিকে ভাইরাল করে দিতে শুরু করেছে তৃণমূলের নেতা-কর্মীরা।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পক্ষ থেকে একাধিক পোস্ট করা হচ্ছে। যেখানে শিশির অধিকারীর ছবি এবং ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। যেখানে তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা এই পোস্টের উপরে লিখছেন, “শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইনের কথা বললেই তাকে বলবেন বাবাকে বলো।”

অর্থাৎ শিশির অধিকারী দলবদল করলেও, কেন তিনি সাংসদ পদ এখনও পর্যন্ত ছাড়েননি, সেই কথা তুলে ধরে এবার শুভেন্দু অধিকারীর উপর পাল্টা চাপ সৃষ্টি করার কৌশল নিল ঘাসফুল শিবির। যদিও বা এই ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন তিনি বলেন, “যারা এমন কাজ করছেন, তাদের গায়ে মানুষ থুতু দেবে।” সব মিলিয়ে অধিকারী পরিবারকে চাপে রাখতে তৃণমূলের এই কৌশলকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!