এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর কথাকে সত্যি করে মমতার বাড়িতেও ফুটতে চলেছে পদ্ম? বাড়ছে জল্পনা!

শুভেন্দুর কথাকে সত্যি করে মমতার বাড়িতেও ফুটতে চলেছে পদ্ম? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও পদ্ম ফোটাবেন, তা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। আর এবার তার কথাকে সত্যি করে কি সত্যি সত্যিই মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে ফুটতে চলেছে পদ্মফুল? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা চলছে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে।

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর সেই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গতি প্রকৃতি এবং তার বিজেপিতে যোগদান এখন রীতিমত চর্চার বিষয় বঙ্গ রাজনীতিতে।বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাকে কটাক্ষ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

যেখানে তিনি বলেন, “নিজের বাড়িতে দুজন তৃণমূলের সদস্য আছে। আর ওই বাড়িতে বিজেপি হয়ে থাকতে লজ্জা করে না!” আর এরপরই শুভেন্দু অধিকারী পাল্টা একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের জবাব দেন। যেখানে তিনি জানিয়ে দেন, আগামী দিনে হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও তিনি পদ্ম ফোটাবেন। আর তারপর থেকেই গুঞ্জন তৈরি হয় যে, শুভেন্দু অধিকারী কাকে উদ্দেশ্য করে এই কথা বললেন! মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোন সদস্য গেরুয়া শিবিরে নাম লেখাবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা প্রবল হতে শুরু করে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদারকে বিজেপির পতাকা ধরিয়ে দিয়েছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তার পদ্মফুল ফোটানোর চ্যালেঞ্জ বাস্তব হতে পারে বলে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছে, তা কি সত্যি? সত্যিই কি তিনি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? এদিন এই প্রসঙ্গে কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, “সবটাই এখনও আলোচনার স্তরে। আমি কোনো সিদ্ধান্ত নিইনি। এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি।” অন্য দিকে এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে পাওয়া গিয়েছে প্রতিক্রিয়া। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “বিজেপির দিক থেকে কেউ কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেননি। আর কাউকে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়নি।”

তবে মুখে বিজেপি বা কার্তিক বন্দ্যোপাধ্যায় যে কথাই বলুন না কেন, ভবিষ্যতে যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে সেই জল্পনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। আর যদি এই সম্ভাবনা বাস্তব হয়ে দাঁড়ায়, তাহলে নির্বাচনের আগে তা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে সবথেকে বড় ধাক্কা কারণ হবে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি করেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!