এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুভেন্দুর কথাতেই মান্যতা, মমতার “খেলা হবে” দিবস কি বন্ধ হতে চলেছে? ধনকরের পদক্ষেপে জল্পনা!

শুভেন্দুর কথাতেই মান্যতা, মমতার “খেলা হবে” দিবস কি বন্ধ হতে চলেছে? ধনকরের পদক্ষেপে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আগামী 16 আগস্ট রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস পালন করা হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটি স্পর্শকাতর এবং বেদনাবিদূর দিনে কেন এই খেলা হবে দিবস পালন করা হচ্ছে, তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্ট মাসের 16 তারিখকে গ্রেট ক্যালকাটা কিলিং দিবস হিসেবে পালন করা হয়। তাই সেই দিনে খেলা হবে দিবস কোনোমতেই পালন করা উচিত হবে না।

এই বিষয়টিকে হাতিয়ার করে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে 16 আগস্ট রাজ্যে যাতে খেলা হবে দিবস পালন করা না হয়, তার জন্য সাংবিধানিক প্রধানের কাছে আবেদন করেছিলেন তিনি। স্বভাবতই এর পরিপ্রেক্ষিতে রাজ্যের সাংবিধানিক প্রধান কি পদক্ষেপ গ্রহণ করেন, তার দিকে তাকিয়েছিলেন সকলে। আর এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যকেই মান্যতা দিয়ে 16 আগস্ট খেলা হবে দিবসের দিন পরিবর্তন করতে একটি টুইট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। যেখানে তিনি লেখেন, “খেলা হবে দিবসের দিন বদল করা হোক। 1946- এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। ওই একই দিনে খেলা হবে দিবস পালিত হলে গণহত্যাকে স্মরণ করাবে। দিনটি মহম্মদ আলি জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডের কথা মনে করাবে, এমনটাই মনে করেন সনাতন সংগঠনের প্রতিনিধিরা।” আর রাজ্যপালের এই ট্যুইটের পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যখন সনাতন ধর্মের প্রতিনিধিদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন এবং রাজ্যপালের কাছে এই খেলা হবে দিবসের দিন পরিবর্তন করার আর্জি জানিয়ে ছিলেন। আর তখন থেকেই মনে করা হয়েছিল যে, রাজ্যপাল এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাজ্য সরকারের কাছে এই দিন পরিবর্তনের জন্য দাবি করবেন। অবশেষে সেই সম্ভাবনাতেই সীলমোহর পড়ে গেল। তবে রাজ্যপালের এই ট্যুইটের পর রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

বলা বাহুল্য, 2021 এর বিধানসভা নির্বাচনে এই “খেলা হবে” স্লোগানের মধ্যে দিয়ে বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর ক্ষমতায় বসার পর সেই “খেলা হবে” দিবস পালন করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিন ঠিক হয়ে যাওয়ার পর যেভাবে রাজ্যপাল বিরোধী দলনেতার বক্তব্যের পর সেই “খেলা হবে” দিবসের দিন পরিবর্তন করার কথা জানালেন, তাতে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, এক্ষেত্রে যদি রাজ্যপাল কড়া সিদ্ধান্ত গ্রহণ করেন এবং রাজ্য সরকার যদি এই খেলা হবে দিবস পালন করতে না পারে, তাহলে ব্যাপক চাপের মুখে পড়ে যাবে রাজ্য সরকার। যাকে কেন্দ্র করে নয়া আঙ্গিকে উত্তাল হতে পারে বঙ্গ রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!