এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর অরাজনৈতিক ব্যানার ও সভা ঘিরে তুমুল বিতর্ক শুরু এবার তৃণমূলের অন্দরেই

শুভেন্দুর অরাজনৈতিক ব্যানার ও সভা ঘিরে তুমুল বিতর্ক শুরু এবার তৃণমূলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকে দিন দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় তার ছবি দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের নাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। যাকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর ছবি পোস্টারের মধ্যে লাগিয়ে নীচে লিখে দেওয়া হচ্ছে, “দাদার অনুগামী।”

ইতিমধ্যে বিভিন্ন জেলা সফর করতেও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। যা নিয়ে ক্রমশ বিতর্ক বাড়তে শুরু করেছে। তাহলে কি দলের সঙ্গে দূরত্ব অবলম্বন করে নিজের মত করে টিম সাজাতে শুরু করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী! যদি এমনটাই হয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ব্যাপক চাপে পড়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, এদিন পুরুলিয়ায় অরাজনৈতিক ব্যানারে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। তবে ভার্চুয়ালের মাধ্যমে নিজের অনুগামীদের বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন  আগামী জগদ্ধাত্রী পুজোর পর তিনি পুরুলিয়া জেলায় আসবেন। একইভাবে রবিবার মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর সফরকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। প্রথমদিকে খড়গ্রামের নগরে একটি স্মরণসভায় যোগ দেওয়ার কথা থাকলেও, পরবর্তীতে মারগ্রামে সভাস্থল পরিবর্তন করতে হয়েছে। আর নিজের জেলাকে ছাড়িয়ে এখন শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলায় সফর করতে শুরু করায় রীতিমত চিন্তা বাড়ছে শাসকদলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এখনও হাতে যথেষ্ট সময় আছে। যদি শুভেন্দু অধিকারীর মানভঞ্জন করতে চায় তৃনমূল কংগ্রেস, তাহলে তাকে নিয়ে অবিলম্বে আলোচনায় বসা উচিত। যেভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলা সফর করছেন এবং তার বিন্দুবিসর্গ জানতে পারছেন না দল এবং জেলা প্রশাসন, তাতে নিঃসন্দেহে চিন্তা বাড়ার কথা। কেননা রাজ্যের প্রতিটি জেলাতেই শুভেন্দু অধিকারীর অসংখ্য অনুগামী এবং তার হাতে অনেক জনপ্রতিনিধি রয়েছেন। তাই তিনি যদি নিজের মত করে নতুন মঞ্চ গঠন করার উদ্যোগ নেন, তাহলে বিধানসভা নির্বাচনের আগে তা শাসক শিবিরের কাছে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

একাংশের মতে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দক্ষ সাংগঠনিক এবং জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। কিন্তু দলে তিনি ঠিকমত গুরুত্ব না পাওয়ার কারণে এখন বিভিন্ন অরাজনৈতিক সভায় গিয়ে দলের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে দেখা যাচ্ছে তাকে। আর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর এই অরাজনৈতিক সফর এখন তৃণমূলকে ব্যাপক চাপে রাখতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অরাজনৈতিক সভায় যাওয়া শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!