এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর অভিযোগ স্বীকার করে নিলেন অধ্যক্ষ, পুরোটা জানলে চমকে যাবেন!

শুভেন্দুর অভিযোগ স্বীকার করে নিলেন অধ্যক্ষ, পুরোটা জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য রাজ্য বিধানসভায় বিল এসেছিল। কিন্তু সেই বিলে বিজেপির বিধায়ক সংখ্যার থেকেও কম ভোট পড়ার রীতিমতো প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন, এখানেও ছাপ্পা হয়েছে। আর এই পরিস্থিতিতে অবশেষে কার্যত বিরোধী দলনেতার সেই অভিযোগকে পরোক্ষ ভাবে হলেও স্বীকার করে নিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেখানে কিছুটা হলেও ভুল হয়েছে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভায় এই ব্যাপারে একটি প্রশ্ন তোলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যেখানে তিনি বলেন, “কাল খুব কষ্ট পেয়েছি। আমি বিশ্বাস করিনি। লোকসভা বা বিধানসভায় ভোট হয়। কিন্তু এরকম হয় না। স্পিকার স্যার, আপনি শ্রেষ্ঠ। আপনিই আমাদের নেতা। আর এরপরেই কার্যত এক কর্মচারীর ভুল বলে জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। এদিন তিনি বলেন, “বিধানসভার উপরে আস্থা রাখুন। লোকসভায় সাবজেক্ট টু কারেকশন নামে একটা ডিসপ্লে বোর্ড থাকে। আমাদের এক কর্মচারী ভুল করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। ভোটের ফলে মারাত্মক ভুল হয়ে গিয়েছে। এমন ভুল ভবিষ্যতে আর কখনও হবে না, সেই আশা রাখি।”

স্বভাবতই বিজেপির 57 জন বিধায়ক ভোটে অংশগ্রহণ করলেও, কি করে 40 টি ভোট পড়লো, তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর এবার এই বিষয়ে কিছুটা হলেও ভুল স্বীকার করে নিয়ে শোরগোল ফেলে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!