এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর পথেই কি রাজীব! এড়ালেন দলীয় বৈঠক!

শুভেন্দুর পথেই কি রাজীব! এড়ালেন দলীয় বৈঠক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাওড়া জেলা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের। সাম্প্রতিক কালে বেশ কিছু মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন হাওড়া জেলা তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙানোর জন্য তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তার সাথে একাধিকবার বৈঠক করা হয়েছিল। যার পরে মনে করা হয়েছিল, হয়ত বা এবার সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত যে সমস্যার সমাধান হয়নি, তা কার্যত স্পষ্ট।

সম্প্রতি ডোমজুড়ের একটি সভা থেকে দলের কর্মীদের পক্ষ অবলম্বন করে নেতাকর্মীদের ব্যবহার করছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তারপরই তাকে নিয়ে জল্পনা আরও বাড়তে শুরু করে। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও, সেখানে অনুপস্থিত থাকতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যার পরে সেই রাজীববাবুর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়তে শুরু করল।

সূত্রের খবর, মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যাওয়ার কথা ছিল রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেখানে অনুপস্থিত থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও হাজির ছিলেন না রাজীববাবু। যার ফলে তাকে নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় এবার দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করলেন! বস্তুত, ঠিক একইভাবে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই রকম জল্পনা তৈরি হয়েছিল।শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করার কথা থাকলেও বিভিন্ন সময়ে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি একাধিকবার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এবার সেই একই পন্থা রাজীব বন্দ্যোপাধ্যায় অবলম্বন করায় তিনিও কি শুভেন্দুবাবুর পথ অনুসরণ করছেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই মঙ্গলবার হাওড়া জেলা তৃণমূল সভাপতি পদ এবং মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। বেসুরো মন্তব্য করেই চলেছেন আর এক তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কিংবা মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতি চিন্তা বাড়িয়ে দিল তৃণমূল নেতৃত্বের বলেই দাবি একাংশের।

কেন তিনি নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন না! কেনই বা অনুপস্থিত থাকলেন মন্ত্রিসভার বৈঠকে? রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া গেছে যে, তিনি অসুস্থ। তাই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন না। এমনকি অসুস্থ থাকার জন্য তিনি মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত থেকেছেন। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে যে কথাই বলা হোক না কেন, পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তা বুঝতে পারছেন সকলেই।

যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং বিভিন্ন বৈঠক এড়িয়ে চলেছেন, তাতে তিনিও যে এবার শুভেন্দু অধিকারীর পথ ধরতে শুরু করেছেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। তবে সত্যি সত্যিই রাজীব বন্দ্যোপাধ্যায় এবার দলত্যাগ করার মত সিদ্ধান্ত নেন, নাকি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের। ‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!