এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সাজানো বাগান ফিরহাদের হাতেই নিশ্চিন্ত? প্রমাণে মরিয়া তৃণমূল নেতারা কোমর বেঁধে আসরে

শুভেন্দুর সাজানো বাগান ফিরহাদের হাতেই নিশ্চিন্ত? প্রমাণে মরিয়া তৃণমূল নেতারা কোমর বেঁধে আসরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃনমূলের শীর্ষনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগদান করার সাথে সাথেই তৃণমূলের ব্যাপক ভাঙ্গন ধরবে বলে দাবি করা হয়েছিল। এমনকি এই আশঙ্কাকে বাস্তব করে শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলের অনেক হেভিওয়েট জনপ্রতিনিধিকে গেরুয়া শিবিরে নাম লেখাতে দেখা গেছে।

আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যখন তার প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন, তখন তিনি যে সমস্ত জেলায় একসময় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, সেই সমস্ত জেলায় তৃণমূলের হাল কে ধরবেন, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা চলে যাওয়ায় তার বিকল্প আদৌ কেউ হবেন কিনা, তা নিয়ে তৈরি হয় জল্পনা। তবে শুভেন্দু অধিকারীর যে মুর্শিদাবাদ জেলায় এক সময় দলের হাল ধরেছিলেন, সেখানে কি এবার দায়িত্ব নিতে চলেছেন ফিরহাদ হাকিম!

সূত্রের খবর, কান্দি মহকুমার কুলিতে এবার একটি বড় সমাবেশ করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ জেলায় ফিরহাদ হাকিমের এই আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। বস্তুত, এর আগে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাফল্যের মুখ দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

পর্যবেক্ষক হিসেবে কংগ্রেসের হেভিওয়েট নেতা, জনপ্রতিনিধিদের নিজেদের দিকে নিয়ে আসা থেকে শুরু করে নির্বাচনে সাফল্য পাওয়ার পেছনে সবথেকে বড় কৃতিত্ব তার বলেই দাবি করেন তৃণমূলের কর্মীরা। কিন্তু সেই শুভেন্দু অধিকারী সম্প্রতি বিজেপিতে যোগদান করার পর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরে ব্যাপক ভাঙ্গন ধরতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে ভাঙ্গন আটকাতে এবং দলের হাল ধরতে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুর্শিদাবাদের প্রধান দায়িত্ব দিতে চলেছেন ফিরহাদ হাকিমের উপর! ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “মুর্শিদাবাদ জেলায় 16 থেকে 19 টি আসনে জয়ী হওয়ার টার্গেট দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দল 16 টি আসনে এগিয়ে রয়েছে। আরও দুই থেকে তিনটি আসনের জন্য ঝাঁপ দেওয়া হবে। সেই লক্ষ্য পূরণ করার জন্য সব নেতাদের এক হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।” তবে অনেকেই বলছেন, এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করছে। তাই এই পরিস্থিতিতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে একমাত্র মুশকিল আসান হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী।

ফলে তিনি খুব ভালো করেই জানেন তৃণমূলের অন্দরমহলের পরিস্থিতি। তাই সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে যোগদান করার পর তৃণমূলে ভাঙন ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এক সময় মুর্শিদাবাদ জেলার সংগঠন সাজিয়ে গেলেও, তার অনুপস্থিতিতে এবার সেই জেলার দায়িত্ব কি যেতে চলেছে ফিরহাদ হাকিমের ওপর! কিন্তু ফিরহাদ হাকিমকে যদি তৃণমূল কংগ্রেস দায়িত্ব দেয়, তাহলে কি তিনি অতটা শক্তিশালীভাবে পরিচালিত করতে পারবেন, এখন সেটাই নানা মহলে সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!