এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সভায় উপস্থিত তৃণমূল বিধায়ক, সাংসদ, এবার কি শাস্তির মুখে পড়বেন তাঁরা, জোর জল্পনা!

শুভেন্দুর সভায় উপস্থিত তৃণমূল বিধায়ক, সাংসদ, এবার কি শাস্তির মুখে পড়বেন তাঁরা, জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দলের থেকে দূরত্ব অবলম্বন করে নন্দীগ্রাম দিবসে অরাজনৈতিক সভায় উপস্থিত হতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। তবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই সভায় উপস্থিত হয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিত মন্ডল এবং পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি সহ অন্যান্যরা। তবে তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রাম দিবসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে অন্য একটি কর্মসূচি করা হয়।

কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলের শীর্ষ নেতা তথা মন্ত্রী হওয়া সত্বেও যেভাবে অরাজনৈতিক মঞ্চ তৈরি করে সভা করেছেন, তার ব্যাপারে প্রথম থেকেই তৃনমূলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছিল। তবে তৃণমূল নেতৃত্বের সবুজ সঙ্কেত না থাকা সত্ত্বেও, শুভেন্দু অধিকারীর এই সভায় একাধিক তৃণমূল নেতা তথা জনপ্রতিনিধি উপস্থিত হওয়ায়, এবার তারা কি দলের কোপের মুখে পড়বেন! এখন তা নিয়েই জোরালো প্রশ্ন তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

একাংশ বলছেন, তৃণমূলের কাছে গোটা বিষয়টি হজম করা খুব কঠিন। তারা শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক চাপে রয়েছে। কেননা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী শেষ কথা বলেন। স্বাভাবিক ভাবেই তিনি যদি বর্তমানে দলবদলের মত কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তার পথ অনুসরণ করে শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা রাজ্যের অনেক কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক জনপ্রতিনিধি দলবদল করতে পারেন। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে যা তৃণমূলের কাছে সবথেকে বড় ধাক্কা হবে বলেই দাবি বিশেষজ্ঞদের। আর এমত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই সভায় একাধিক তৃণমূল বিধায়ক থেকে শুরু করে সাংসদ এবং একাধিক নেতার উপস্থিতি নতুন করে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিতে শুরু করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, এই নন্দীগ্রাম তৃণমূলকে ক্ষমতার কাছাকাছি এনে দিয়েছিল। কিন্তু এখন বিগত দিনে বাম আমলে যে লড়াই এখানে করা হয়েছে, সেই লড়াইয়ের সামনের সারিতে দাঁড়িয়ে থাকা শুভেন্দু অধিকারী দলের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখছেন। এদিকে অরাজনৈতিক সভা থেকে তার বক্তব্য জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই সভাতে বেশ কিছু তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধির উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলতে শুরু করল। অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারী দলের নির্দেশে এই সভা করেননি। তিনি নিজের মত করে এই সভায় উপস্থিত হয়েছেন।

অন্যদিকে তাকে পাল্টা জবাব দিতে তৃণমূলের পক্ষ থেকে অন্য একটি সভা করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর এই সভায় যে সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় নেতারা উপস্থিত হয়েছেন, এবার তাদের প্রতি কি এবার ব্যবস্থা নেবে শাসকদল! আগামী বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রভাব যাতে দলে না পড়ে, তার জন্য কি এবার এই সমস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের সতর্ক করে দেবে তৃণমূল কংগ্রেস! এখন তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!