এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর সভায় কেন? কৈফিয়ত নিতে বৈঠক নেতৃত্বের, ফল হল উল্টো প্রশ্নের মুখে পরে বিড়ম্বনা!

শুভেন্দুর সভায় কেন? কৈফিয়ত নিতে বৈঠক নেতৃত্বের, ফল হল উল্টো প্রশ্নের মুখে পরে বিড়ম্বনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন দলের দূরত্ব বৃদ্ধি পেয়েছিল, তখন হঠাৎ করে মালদহ এবং মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতিদের আচরণ নিয়ে জল্পনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করে। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী অরাজনৈতিক সভা করছেন। যাকে কেন্দ্র করে শুভেন্দুবাবু দলত্যাগ করতে পারেন বলে দাবি করেছিল একাংশ।

আর এমত পরিস্থিতিতে হঠাৎ করেই জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে দীঘায় পৌছে যান মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। পরবর্তীতে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর অনেকেই দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করার মত সিদ্ধান্ত নেন, তাহলে মালদহ জেলা পরিষদের সভাধিপতি সেই তালিকায় নাম লেখাবেন। যার ফলে মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য তৃণমূল নেতৃত্ব অনেকটাই চাপে পড়ে গিয়েছিল।

কিন্তু তাকে নিয়ে শত জল্পনার মাঝেই এবার জেলা তৃণমূল কার্যালয়ে বসে সেই মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনি তৃণমূলের প্রতি দায়বদ্ধ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলকে পাশে বসিয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দেন জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর।

তিনি বলেন, “দলের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। জেলা পরিষদের সভাধিপতি ও অন্যান্য সদস্যরা সকলেই তৃণমূলের সাথে রয়েছেন।” এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কেও বক্তব্য রাখেন মৌসমদেবী। তিনি বলেন, “শুভেন্দুদা আমাদের দলের সঙ্গে রয়েছেন। তিনি একসময় আমাদের জেলার পর্যবেক্ষক ছিলেন। তাঁর নেতৃত্বে আমরা লড়াই করেছি। তবে দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সেগুলো আমরা মিটিয়ে নিয়েছি। তৃণমূল এখন ঐক্যবদ্ধ। জেলা পরিষদের সভাধিপতি সহ সকল সদস্যরা তৃণমূলের পতাকার তলায় থেকে একসাথে কাজ করবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মৌসম বেনজির নূরের এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, যদি শুভেন্দু অধিকারী দলের মধ্যেই থাকবেন, তাহলে মালদহ জেলা পরিষদের সভাধিপতি এবং কয়েকজন জেলা পরিষদ সদস্য যদি শুভেন্দুবাবুর সভায় যায়, তাহলে কেন তা নিয়ে এত আপত্তি তৃণমূল নেতৃত্বের? একাংশের দাবি, প্রথমে গৌড় চন্দ্র মন্ডল শুভেন্দুবাবুর সভায় যাওয়াতে অস্বস্তিতে পড়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু এখন শুভেন্দু অধিকারীকে কোন দলের নেতা বলে তাহলে কি ড্যামেজ কন্ট্রোলে’ চেষ্টা করলেন মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী!

এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে এদিন তাদের দলে কোনো সমস্যা নেই। তারা একসঙ্গে সকলে মিলে কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের গৌড় চন্দ্র মন্ডল। অর্থ্যাৎ কিছুদিন আগেই তাকে নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক জল্পনা সৃষ্টির হলেও, এবার সেই গৌড়বাবুকে নিয়ে সাংবাদিক বৈঠক করে কার্যত জল্পনায় জল ঢালার চেষ্টা করলেন মৌসম বেনজির নূর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!