এখন পড়ছেন
হোম > রাজ্য > বাবার সমালোচনা করেও ‘অনৈতিক কাজের’ অভিযোগে খাদ্যমন্ত্রীর তুমুল তোপের মুখে শুভ্রাংশু

বাবার সমালোচনা করেও ‘অনৈতিক কাজের’ অভিযোগে খাদ্যমন্ত্রীর তুমুল তোপের মুখে শুভ্রাংশু


বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার কাশিপুরে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেস দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গেলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যতই সমালোচনা করলেন দলের অন্যতম বিধায়ক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে। খাদ্যমন্ত্রীর এদিনের কথার ভিত্তিতে জানা গেলো পঞ্চায়েত নির্বাচনের জন্যে সারা রাজ্যে জুড়ে যেখানে শাসকদলের কর্মীদের বিশাল কর্মকান্ড চলছে সেখানে  কোনও সক্রিয় ভূমিকা নেই শুভ্রাংশু বাবু’র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য তৃণমূল কংগ্রেস দলের সমস্ত নেতা ,মন্ত্রী, সাংসদ, বিধায়ক সকলেই পঞ্চায়েত নির্বাচনে দলীয় সাফল্যের জন্যে দলীয় প্রচার সভা, জেলা সফর প্রভৃতি কাজে অংশ গ্রহণ করছেন। এদিন শুভ্রাংশু বাবুর নির্বাচন কার্যে এমন কর্ম বিমুখতাকে অনৈতিক বলে দাবি করলেন খাদ্যমন্ত্রী। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এদিন রাজ্যের বিরোধী দল সিপিএম’কে এক হাত দিলেন। তিনি বললেন, ” সিপিএম এখন ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। আগামী কুড়ি বছরের মধ্যে জীবাশ্মে পরিণত হবে।” তিনি একরকম আত্মবিশ্বাসী কন্ঠে দাবি করলেন রাজ্যের বিরোধী দল সিপিএম এবং বিজেপি  উত্তর ২৪ পরগনা জেলায় ১৯৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটিতেও সংখ্যা গরিষ্ঠ ভাবে জয়লাভ করতে পারবেনা । একই সাথে প্রাক্তন তৃণমূল কংগ্রেস এবং বর্তমান বিজেপি নেতা মুকুল রায়’কে আক্রমন করতেও কোনো কসুর করলেন না তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!