এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বচ্ছ নির্বাচনের কথা বলাতেই তৃণমূলের আক্রমনের মুখে পড়তে হচ্ছে? নাম না করেও বিস্ফোরক ধনকর

স্বচ্ছ নির্বাচনের কথা বলাতেই তৃণমূলের আক্রমনের মুখে পড়তে হচ্ছে? নাম না করেও বিস্ফোরক ধনকর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্রভাবে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল পদের দায়িত্ব নেবার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। গতকাল বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে ১৩ দফা অভিযোগ করে প্রেস বিবৃতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যেখানে তিনি জানালেন যে, স্বচ্ছ নির্বাচনের কথা বলতে গেলেই শাসকদল তৃণমূলের আক্রমণের মুখে পড়তে হচ্ছে।

রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যর শিক্ষা ব্যবস্থা, রাজ্যের পুলিশি ব্যবস্থা, আইন-শৃঙ্খলার অবনতি, রাজ্যে নারীদের নিরাপত্তা ইত্যাদি বহু বিষয় নিয়ে রাজ্যপাল বারবার সরব হয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। গতকাল রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানবার কথা বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর প্রত্যুত্তরে তার কয়েক ঘন্টা পর রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সরকারের বিরুদ্ধে ১৩ দফা অভিযোগ জানিয়ে একটি প্রেস বিবৃতি করলেন।

রাজ্যপাল জগদীপ ধনকর তাঁর এই প্রেস বিবৃতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন, একাধিকও প্রশ্ন করেছেন তিনি। তীব্র ভাষায় তিনি যে টুইট করেছেন, রাজ্যের শাসকদলের অনেকেই তা বুঝে উঠতে পারেননি, বলে রাজ্যপাল জানিয়েছেন। তবে এই বিষয়ে তাঁর কিছু করার নেই বলেও, জানিয়েছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন যে, সাংবিধানিক কর্তব্য মেনেই তিনি স্বচ্ছতা ও প্রতিশ্রুতি বজায় রাখতে বদ্ধপরিকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল জানিয়েছেন, ” সংবিধান মেনে আমি রাজ্যের মানুষের সেবা করছি। রাজ্যে ঘটে চলা রাজনৈতিক হিংসা নিয়ে কথা বলেছি। রাজ্যের কৃষকরা অনুদানের টাকা পাচ্ছেন না। রাজ্যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকবে না।”
রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপাল অভিযোগ করেছেন যে, অবাধ নির্বাচন হল গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি। এই বিষয়গুলো নিয়ে যারা ষড়যন্ত্র করে থাকেন, রাজ্যপালের কথায় তাদেরই ভ্রু কুঁচকে যাচ্ছে। রাজ্যপাল জানিয়েছেন যে, এ বিষয়ে তিনি সবচেয়ে বেশি সরব হয়েছেন।

এদিকে, রাজ্যের শাসকদলের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ উঠেছে যে, রাজ্যপাল জগদীপ ধনকর কেন্দ্রীয় সরকারের ভাষায় কথা বলে থাকেন। গতকাল বৃহস্পতিবার তাঁর এই বিবৃতিতে এই অভিযোগও নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল।এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সাংবিধানিক প্রধান হয়ে তিনি যেমন কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করতে পারেন না, তেমনি প্রশাসনের কর্তাব্যক্তিদেরও কোন বিশেষ রাজনৈতিক মনোভাব নিয়ে কাজ করা অনুচিত। রাজ্যপাল জানিয়েছেন যে, আইন মেনে জনস্বার্থে কাজ করলে তবেই স্বচ্ছতা বজায় থাকে। এরপর রাজ্যবাসীকে আস্বস্ত করে রাজ্যপাল জানিয়েছেন যে, যে যাই বলুক না কেন, রাজ্যবাসীকে তিনি অরাজকতা থেকে মুক্তির চেষ্টা করে যাবেন, যাতে আগামী দিন সুন্দর হয়ে উঠতে পারে।

রাজ্যপালের এই দীর্ঘ বিবৃতি নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সুপ্রিম কোর্টের বিচারপতি কি তাঁর অভিযোগ খন্ডন করেছেন? তিনি কি রাজ্যের রাজ্যপালের কার্যকলাপকে সমর্থন জানিয়েছেন? সাংসদ জানালেন, ” আমি পুলিশকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে বলেছি। ম্যাজিস্ট্রেটকে বলিনি। এখন অভিযোগ দায়ের না হলে চার বছর পর যদি মামলা করা হয়, তখন আদালত বলবে, দেরি হয়ে গিয়েছে।”এভাবেই আবার তীব্র সংঘাত দেখা গেল রাজ্যপাল ও রাজ্য সরকারের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!