এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বাধীনতার প্রাক্কালে একগুচ্ছ কর্মসূচী নিয়ে এবার পথে নামছে গেরুয়া শিবির, লক্ষ্য রাজ্য সরকারকে কোণঠাসা

স্বাধীনতার প্রাক্কালে একগুচ্ছ কর্মসূচী নিয়ে এবার পথে নামছে গেরুয়া শিবির, লক্ষ্য রাজ্য সরকারকে কোণঠাসা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হেরে গিয়েছে গেরুয়া শিবির। কার্যত তাঁরা বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রাজ্যে। কিন্তু করোনা পরিস্থিতিতে রাজ্যে এখনও আংশিক লকডাউন পরিস্থিতি চলছে। আর তাই রাজ্য সরকারের বিরুদ্ধে সেভাবে বিরোধিতাও করতে পারছেনা তাঁরা। কিন্তু এবার আর বিজেপি বসে থাকতে রাজি নয়। তাই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি নিয়ে পথে নামছে গেরুয়া শিবির। স্বাধীনতার সপ্তাহ জুড়ে একাধিক কর্মসূচির হাত ধরে রাজ্য সরকারকে কোণঠাসা করাই বিজেপির উদ্দেশ্য। বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে পথে নামা হবে বলে জানা যাচ্ছে।

যার মধ্যে অন্যতম হলো রাজ্য সরকারের খেলা দিবসের পাল্টা বিভিন্ন খেলা নিয়ে একটি বিশেষ দিন পালন করবে রাজ্য সরকার। রাজ্য বিজেপি সূত্রের খবর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নির্দেশে আগামী 9 থেকে 16 ই আগস্ট রাজ্যজুড়ে একগুচ্ছ দিবস পালন করা হবে। অর্থাৎ আগামী সপ্তাহে 9 ই আগস্ট শহীদ দিবস পালন হবে রাজ্যে, যার নেতৃত্বে বিজেপির যুব মোর্চা থাকবে। কার্যত ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের অভিযোগে মশাল মিছিল হবে ওইদিন। পাশাপাশি একই দিনে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে বিজেপির তফশিলি মোর্চার পক্ষ থেকে। এরপর আগামী 10 ই আগষ্ট রাজ্যের সর্বত্র বিভিন্ন মনীষীদের মূর্তি পরিষ্কার করার কর্মসূচি নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

জানা গিয়েছে, প্রত্যেকটি বিধানসভা এলাকা ধরে বিজেপি কর্মীরা এই কাজ করবেন। এরপর 11 ই আগস্ট রাজ্যের সবকটি বুথ এলাকায় একটি করে গাছ পোঁতার কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যাবেন রাজ্য বিজেপির নেতা ও বিধায়করা। এরপর 12 ই আগস্ট হবে আইন অমান্য আন্দোলন। এই কর্মসূচির নেতৃত্বে থাকবে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। সূত্রের খবর, জেলাস্তরে মহিলা মোর্চার প্রতিনিধিরা এই দিনে গ্রেফতার বরণ কর্মসূচি পালন করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর 13 ই আগস্ট, রাজ্যজুড়ে ঐদিন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরের দিন অর্থাৎ 14 ই আগস্ট কলকাতাসহ রাজ্যের ছটি শহরে আলোচনাচক্র বসবে। এই আলোচনাচক্রে বক্তব্য রাখবেন জেলা ও রাজ্যের বিভিন্ন বিজেপি নেতারা। কার্যত আলোচনার বিষয় থাকবে ‘দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ’। এরপর 15 ই আগস্ট রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে পালন করা হবে স্বাধীনতা দিবস। 16 ই আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ‘খেলা হবে’ দিবস পালনের।

আর রাজ্য সরকারকে টেক্কা দিতে ওই একই দিনে বিজেপি পালন করবে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’। জানা গিয়েছে, ওই দিন রাজ্যের প্রত্যেকটি জেলায় বিজেপি মিছিল করবে। সে ক্ষেত্রে অবশ্য পুলিশের অনুমতি না থাকলেও তাঁরা বেরোবেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলের অনুমান, সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গেরুয়া শিবিরের লক্ষ্য রাজ্য সরকারের বদলে নিজেদের প্রাসঙ্গিক করে তোলা। আর সেই লক্ষ্যে বিজেপি কতটা সফল হবে, এখন সেদিকেই থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!