এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > স্বাধীনতা দিবসে বাংলায় রাজনৈতিক হিংসায় ‘শহীদদের’ নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে গেরুয়া শিবির!

স্বাধীনতা দিবসে বাংলায় রাজনৈতিক হিংসায় ‘শহীদদের’ নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নিজেদের সংগঠনকে মজবুত করতে কোন ভাবেই প্রচেষ্টার ত্রুটি রাখতে চাইছেন না পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে তারা নিজেদের শক্তি বারবার উদ্যোগ নিয়েছেন। এই প্রসঙ্গেই স্বাধীনতা দিবসের দিনে একটি বিশেষ রাজনৈতিক কর্মসূচি পালন করতে চলেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি তাদের একটি বিশেষ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সংঘর্ষে এরাজ্যে যে সমস্ত বিজেপি কর্মীরা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তাদের শহীদের মর্যাদা দান করতে চলেছে । শুধু তাই নয় তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলেও রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। আর রাজ্যের এই শহীদদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে সঙ্গেই চলবে বিজেপির নতুন করে সদস্য সংখ্যা বৃদ্ধির অভিযান।

অন্যদিকে দেশের করোনা সংক্রমনের ব্যাপকতার কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কিছুটা সংক্ষিপ্ত করে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের। রাজ্যগুলিকেও কেন্দ্র দিয়েছে অনুরূপ নির্দেশ। কেন্দ্রের এই বিশেষ নির্দেশনা মেনে নিয়েই রাজ্য বিজেপি কিছুটা ভিন্নভাবে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিল। রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, এবারে স্বাধীনতা দিবসে রাজ্য বিজেপির নেতা কর্মীরা নিজের নিজের বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করবেন সেই সঙ্গে স্বাধীনতা দিবসও উদযাপন করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এর সঙ্গেই স্বাধীনতা দিবসের দিনে রাজ্য বিজেপির এক বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি জানালেন রাজ্যের রাজনৈতিক সংঘাতের কারণে বলি হওয়া বিজেপি নেতা কর্মীদের রাজনৈতিক শহীদের সম্মান জানানো হবে। এদিন মোট ৯৪ জন শহীদের বাড়িতে গিয়ে তাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবেন বিজেপির নেতারা।

অন্যদিকে শহীদদের সম্মান জানানোর সঙ্গে সঙ্গে ‘রথ দেখা ও কলা বেচার’ মতো চলবে বিজেপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিটি। প্রসঙ্গত ‘আমার পরিবার বিজেপি পরিবার’ নামে সদস্য সংগ্রহের কর্মসূচি ইতিপূর্বেই গ্রহণ করেছে রাজ্য বিজেপি। উক্ত কর্মসূচিতে জোয়ার আনতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণও করেছে রাজ্য বিজেপি। প্রসঙ্গত, তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবেই এই কর্মসূচিটি ঘোষণা করেছে বিজেপি। স্বাধীনতা দিবসের এই দিনটিকে কাজে লাগিয়েই নিজেদের সংগঠন শক্তিকে বৃদ্ধি করতে আসরে নামছে বিজেপি।

অন্যদিকে, স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ ১৬ ই আগস্ট দিনটিতেও একটি বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। এদিন রাজ্যের প্রতিটি বুথে ধর্ণা কর্মসূচি পালন করবেন রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতারা নিজের নিজের বাড়িতে ও সমস্ত বুথে এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রসঙ্গত বিশিষ্ট কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গী ইতিমধ্যে এরাজ্যে আসতে চলেছেন, আর তাঁকে রাজ্যে আনার আগেই রাজ্যে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে সচেষ্ট হল রাজ্য বিজেপি এমনটাই সূত্রে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!