এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামীর ভুল পরিচয়! প্রধানমন্ত্রীর ভাষনে জোর বিতর্ক!

স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামীর ভুল পরিচয়! প্রধানমন্ত্রীর ভাষনে জোর বিতর্ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীর পরিচয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ছড়িয়ে পড়ল তীব্র বিতর্ক। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। প্রসঙ্গত, আজ 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা অসমের বাসিন্দা বলে জানিয়ে দেন তিনি।

স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রীর গলায় স্বাধীনতা সংগ্রামীর বাসস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়ার পরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আট থেকে আশি, যারা স্বাধীনতার সংগ্রাম সম্পর্কে কিছুটা হলেও জানেন, তারা সকলেই অবহিত যে, মাতঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে তাকে অসমের বাসিন্দা বলে স্বাধীনতা দিবসে আখ্যায়িত করলেন, তাতে নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টিকে হাতিয়ার করে সরব হতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ সকালে দিল্লির লালকেল্লায় উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আর সেখানেই তৈরি হয় বিতর্ক। যেখানে মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করার পরেই তৃণমূলের পক্ষ থেকে তার কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নেই। মাতঙ্গিনী হাজরা সম্পর্কে না জানলে তা তার ভুল। কিন্তু মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীর স্থান মানুষের হৃদয়ে রয়েছে।”

একাংশের প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী হয়ে কেন এত বড় ভুল করলেন নরেন্দ্র মোদী? বারবার বিরোধীদের পক্ষ থেকে এমনিতেই অভিযোগ করা হয়, দেশের ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা নেই ভারতীয় জনতা পার্টির। এমনকি বাংলার বীর মনীষীদের সম্পর্কে ভারতীয় জনতা পার্টির নেতারা যে বিন্দুমাত্র কিছু জানেন না, তা সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বারবার তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। আর এবার বিরোধীদের সেই অভিযোগই কি সত্যি হল? প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসে মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিতর্ক এই প্রশ্ন ক্রমশ তুলতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!