এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার স্বমেজাজে দিদির আদরের কেষ্ট! লকেট থেকে শুভেন্দু – বীরভূমের বেতাজ বাদশার নিশানায় সকলেই

আবার স্বমেজাজে দিদির আদরের কেষ্ট! লকেট থেকে শুভেন্দু – বীরভূমের বেতাজ বাদশার নিশানায় সকলেই


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন একটু রাখঢাক রেখেই কথা বলছিলেন বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডল। যদিও সেখানে ভোটের আগে ওপর মহলের নিষেধ আছে বলেই মনে করা হচ্ছিল। তবুও মাঝে মধ্যেই তাঁর বিখ্যাত বাণী শোনার সৌভাগ্য হয়েছিল অনেকেরই। সেখানে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘ভয়ংকর ভাইরাস’ বা সায়ন্তন বসুকে টেকো বলতে শোনা গিয়েছিল তাঁকে।

তবে এবার তাঁর নিশানায় উঠে এসেছে লকেট চ্যাটার্জির কথা। বস্তুত, শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে যেখানে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে, সেখানে সেই কারণ নিয়েই ইতিমধ্যে শাসকদলকে বারবার খোঁচা দিতে দেখা গিয়েছিল বিজেপিকে। আর স্বভাবতই সেখানে বাদ যাননি লকেট চট্টোপাধ্যায়।

এই বিষয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আগামী দিনে তৃণমূলে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবে না।” আর এদিন এই মন্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখা গেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদকে ‘বোকা’ বলে কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লকেট চাট্যার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, “এটা বোকার মতো কথা। আমি কিছু বললে ও হিরো হয়ে যাবে। ওর জিরো থাকাই ভাল। সিপিএমে শুধু বিমান বসু আছেন আর কেউ নেই? কংগ্রসে শুধু প্রদীপ ভট্টাচার্য আছেন আর কেউ নেই? বোকা বোকা কথা।” শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া নিয়েও এদিন অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গেছে।

শুভেন্দু অধিকারীর নামে পোস্টার লাগানো নিয়ে এদিন অনুব্রত মণ্ডল বলেন, “শুভেন্দুর নামে কেন আমার নামেও মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও পোস্টার দেওয়া হয়। লেখা থাকে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকতে চাই। অনুব্রত মণ্ডলের সঙ্গী হতে চাই। ফেসবুকেও লেখে। আসলে মানুষ যে যাকে ভালবাসে।” যদিও তাঁর দল ছাড়া নিয়ে তাঁকে সরাসরি কিছু বলতে শোনা যায়নি।

এব্যাপারে তিনি বলেন, “এটা রাজ্যের ব্যাপার। রাজ্যের নেতারা বলবেন।” তবে এরই মধ্যে তৃণমূলে বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গ উঠলে মুখ খোলেন তিনি। তাঁর কথায়, “যে বিধায়ক যোগ দিয়েছে তার নিজের এলাকায় কি অবস্থা সেটা আগে দেখতে হবে। এখানে গদাধর হাজরা, মনিরুল ইসলাম গিয়েছিল, তাদের কি অবস্থা আমদের থেকে আপনারা আরও ভাল জানেন।”

অন্যদিকে, গদাধর হাজরার তৃণমূলে ফিরে আসার প্রসঙ্গে তাঁকে বলতে দেখা গেছে, “ফিরে আসতেই পারে, কিন্তু দেখতে হবে পায়ের জোর কতটা আছে।” সেইসঙ্গে রাজ্যের উন্নয়নের কথাও অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গেছে। রাজ্যে দশ কোটি মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কথা প্রসঙ্গে তিনি বলেন, “এখন পরিবারের সবাই এই কার্ড পাবে। বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে।” তাঁর কথায়, রাজ্যে ১৩৭টি এবং বীরভূমে ৫৯টি হাসপাতাল এই পরিষেবার সঙ্গে যুক্ত। এছাড়া এর মাধ্যমে ভেলোরেও চিকিৎসা করানো যাবে বলেও জানান তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!