স্বামীর খুনের বিচারের দাবিতে এবার কি সিবিআই চাইবেন তৃণমূল নেত্রী? তুঙ্গে জল্পনা! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 9, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি মালদহ জেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় জেলা তৃণমূলের সহ-সভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকারকে। আর সেই ঘটনায় ইতিমধ্যেই ইংরেজবাজার টাউন তৃণমূলের সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে। যদিও বা এর পেছনে বড় মাথা রয়েছে বলেই দাবি করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকার। তবে এখনও পর্যন্ত রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার কিছুদিন গেলেই চৈতালিদেবীও আর এই পুলিশের ওপর ভরসা রাখতে পারবেন না, তিনি তখন সিবিআই চাইবেন বলে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অগ্নিমিত্রা পালকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সবে তো কিছু জনকে গ্রেফতার করেছে। এতদিন ধরে তো দুলালবাবুর স্ত্রী বলে আসছিলেন। তিনি এখন হয়ত বলছেন। কিন্তু আর এক মাস যেতে দিন। তারপরে দুলালবাবুর স্ত্রীও বলবে যে, আমি সিবিআই তদন্ত চাই।” আর বিজেপি বিধায়কের এই বক্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি পুলিশ সঠিক তদন্ত করতে পারবে না? আর অদূর ভবিষ্যতে কি তৃণমূল নেতা খুনের ঘটনায় তার স্ত্রী সত্যি সত্যিই সিবিআই তদন্তের দাবি জানাবেন? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -