এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বনামধন্য টেনিস তারকার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে

স্বনামধন্য টেনিস তারকার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মৃত্যু হল প্রাক্তন টেনিস তারকা আখতার আলির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কলকাতার অধিবাসী ছিলেন আখতার আলি। কলকাতাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত পীড়ায় জর্জরিত ছিলেন প্রাক্তন টেনিস তারকা আখতার আলি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে । তাঁর মৃত্যুতে টুইটের মাধ্যমে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যেতে চলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী বিশ্বাস। একাধিক খেলোয়াড় তাঁর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন।

ভারতের টেনিস জগতের অন্যতম পথিকৃৎ ছিলেন আখতার আলি। পঞ্চাশ ও ষাটের দশকে ভারতের হয়ে দীর্ঘ সময় তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। সিঙ্গেলস, ডাবলস দু’ধরনের খেলার সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। রমানাথন কৃষ্ণণ, নরেশ কুমার, প্রেমজিৎ লাল, জয়দীপ মুখোপাধ্যায়ের মতো খেলোয়াড়দের সঙ্গেও তিনি অংশগ্রহণ করেছিলেন। গত ১৯৬৫ সালে যুব জাতীয় চ্যাম্পিয়ন জয়ী হয়েছিলেন আখতার আলি। যুব উইম্বলডনেও সেমি ফাইনালেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খেলা থেকে অবসর গ্রহণের পর নতুন টেনিস খেলোয়াড়দের তুলে আনতে তাঁর বিরাট ভূমিকা ছিল। তাঁর প্রচেষ্টাতেই রমেশ কৃষ্ণণ, বিজয় অমৃতরাজ, লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা এতটা খ্যাতিমান হতে পেরেছেন। তাদেরকে তিনি টেনিসের প্রাথমিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর পুত্র জিশান আলি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। ডেভিস কাপে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি

প্রাক্তন টেনিস তারকা আখতার আলির মৃত্যুতে টুইট করে শোক বার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লিখেছেন, ” আখতার আলির মৃত্যুতে শোকাহত। ‘আখতার স্যর’ বহু তারকা তৈরি করেছিলেন। আমি গর্বিত ২০১৫ সালে ক্রীড়া ক্ষেত্রে বাংলার সেরার পুরস্কার তাঁর হাতে তুলে দিতে পেরে। ”

তাঁর মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করে বিজয় অমৃতরাজ জানিয়েছেন, ” জুনিয়ার খেলোয়াড় থেকে জাতীয় দলের ডেভিস কাপ স্কোয়াড, বিভিন্ন জায়গায় সান্নিধ্য পেয়েছি দুরন্ত কোচ আখতার আলি। সবসময় আরও ভালো করার জন্য দারুণভাবে উদবুদ্ধ করতেন উনি। ভারতীয় টেনিসকে অনেক কিছু দিয়েছেন উনি। আখতার স্যার আপনার আত্মার শান্তি কামনা করি। জিশান ও ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!