এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > স্বামীজীর পৈতৃক ভিটা থেকে বর্ধমানে জেলাজুড়ে সম্প্রীতি ও উন্নয়ন যাত্রার সূচনা মন্ত্রী স্বপন দেবনাথের

স্বামীজীর পৈতৃক ভিটা থেকে বর্ধমানে জেলাজুড়ে সম্প্রীতি ও উন্নয়ন যাত্রার সূচনা মন্ত্রী স্বপন দেবনাথের


আগামী লোকসভা নির্বাচনের আগে যখন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে “গণতন্ত্র বাঁচাও” নামে এক রথযাত্রার কর্মসূচি পালনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির, ঠিক তখনই সম্প্রীতি ও উন্নয়নে সেই বিজেপিকে টেক্কা দিতে পূর্ব বর্ধমান জেলাজুড়ে এক অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

সূত্রের খবর, গতকাল এই জেলাজুড়ে পাঁচ দিনের সম্প্রীতি ও উন্নয়ন যাত্রা উপলক্ষে কালনার দত্তদ্বাড়িয়াটন গ্রামে স্বামীজীর পৈত্রিক ভিটা প্রাঙ্গণ থেকে একটি উৎসবের সূচনা করেন মন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, কালনার মহকুমাশাসক নীতেশ ঢালি সহ জেলা প্রশাসনের একগুচ্ছ আধিকারিকরা।

জানা গেছে, সোমবার থেকে শুরু এই কর্মসূচিতে আগামী 13 ই নভেম্বর বর্ধমান 1 ব্লকের কুড়মুনে, 14 তারিখ জামালপুর 1 ব্লকের জৌগ্রাম, 15 তারিখ আউসগ্রাম 1 এর দিগনগরে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করে মানুষের বাড়িতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প সম্পর্কে সকলকে অবহিত করবেন প্রশাসনিক আধিকারিকরা।পাশাপাশি সাধারণ মানুষ ঠিক সরকারের কাছে আর কী কী প্রত্যাশা করেন তাও জানতে চাওয়া হবে বলে খবর।

এদিন এই প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত উন্নয়ন প্রকল্প চালু হয়েছে। তাই সাধারন মানুষের অভিযোগ ও অভাব শুনতে মানুষের দুয়ারে দুয়ারে রাত্রিবাসের মাধ্যমে পৌছে যাবে প্রশাসন।”

পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে কালনা 2 ব্লকের স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটেকে যাতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তার জন্য বিধানসভায় তিনি দাবিও তুলবেন বলে জানান মন্ত্রী। এদিকে জেলা প্রশাসনের এহেন উদ্যোগ প্রসঙ্গে এদিন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, “সম্প্রীতি এবং উন্নয়নের আমাদের প্রধান লক্ষ্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, পাঁচ দিনব্যাপী এই সম্প্রীতি ও উন্নয়ন যাত্রা আগামী 16 নভেম্বর গলসিতে গিয়ে সমাপ্ত হবে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটকে কেন্দ্র করে যখন সারা রাজ্যজুড়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে রথযাত্রা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে পদ্ম শিবির, ঠিক তখনই সেই পদ্মের কাটাকে ভাঙতে মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পকে আরো বেশি করে পৌঁছে দিতে জনসংযোগে উদ্যোগী হলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!