এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > নিজে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বেডে! তবুও উন্নয়ন থামতে দিচ্ছেন না মন্ত্রী স্বপন দেবনাথ

নিজে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বেডে! তবুও উন্নয়ন থামতে দিচ্ছেন না মন্ত্রী স্বপন দেবনাথ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাস গ্রাস করেছে গোটা বিশ্বকে। বাংলায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কিভাবে করোনা ভাইরাসকে আটকানো যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। যত দিন যাচ্ছে ততই অনিক হেভিওয়েট জনপ্রতিনিধিরাও এই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

কিন্তু হাসপাতালের বেডে শুয়েও এখন দলের কাজ থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো সমস্তকিছুই মোবাইল ফোনের মাধ্যমে মনিটরিং করছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। স্বাভাবিকভাবেই ভয়াবহ মারণ রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে যেভাবে হাসপাতালের বেডে শুয়ে তিনি মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন, তাতে স্বপনবাবুর ভূমিকা নিয়ে নানা মহলে প্রশংসার বন্যা বইতে দেখা যাচ্ছে। এমন জনপ্রতিনিধি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। যেভাবে নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও তিনি বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত না হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাতে স্বপনবাবুর ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই প্রথম নয়, এর আগেও কচুরিপানায় নেমে পরিষ্কার করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়া, বিভিন্ন ঘটনায় মানবিক ভূমিকায় দেখা গেছে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে। আর এবার করোনা আক্রান্ত হয়েও হাসপাতালের বেডে শুয়ে সমস্ত কাজে নজরদারি করতে দেখা যাচ্ছে তাকে।

এদিন এই প্রসঙ্গে ফোনে স্বপন দেবনাথ বলেন, “কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে থমকে রাখা যাবে না। সমস্ত উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে, তাই নির্দেশ দিয়েছি। দলের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে বলা হয়েছে। প্রতিদিনের কাজের খোঁজখবর রাখছি।” সব মিলিয়ে হাসপাতালের বেডে শুয়ে করোনা আক্রান্ত হয়েও স্বপন দেবনাথ যেভাবে মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন, তা এক প্রকার নজির বলেই মনে করছেন সকলে। তবে দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য নানা মহলে প্রার্থনা শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!