এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য রাজ্যে!

স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে নানা সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। এবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের রাঙাপাড়ার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার এই এলাকায় নির্বাচনী প্রচারে আসার কথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের। যেখানে বিজেপি নেতা যুব মোর্চার রাজ্য সভাপতি দিগ্বিজয় সিংহের বাড়িতে খাবার খাওয়ার কথা তার। কিন্তু তার আগেই ভয় দেখানোর জন্য এই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

জানা যায়, মঙ্গলবার রাত একটার সময় এই বিজেপি নেতা দিগ্বিজয় সিংহের বাড়ি লক্ষ্য করে 8 থেকে 10 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আর এরপর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে এলাকায় পৌঁছে গেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি গুলির খোল। শুরু হয়েছে তদন্ত। তবে এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা এখন অব্যাহত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা দ্বিগ্বিজয় সিংয়ের অভিযোগ, এই এলাকায় লোহা এবং কয়লা মাফিয়াদের বসবাস। এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে পুলিশের আরও সতর্ক থাকা উচিত। নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও বা এই ব্যাপারে অন্য কথা বলেছে তৃনমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ব্লক সভাপতি লক্ষন ঠাকুর বলেন, “এই রকম ঘটনা হল, কিন্তু পাড়া-প্রতিবেশি টের পেল না! পুলিশ তদন্ত করে দেখছে।”

বিশ্লেষকরা বলছেন, নিঃসন্দেহে এই রকম ঘটনা দুর্ভাগ্যজনক। ভোটের আগে গুলি-বোমা ‌পড়ার ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে। কিন্তু এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!