এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া নিয়ে বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

করোনা আবহে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া নিয়ে বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ধ্বংসস্তূপ সামাল দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যদিও এখনও করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তবুও এর মধ্যেই কিভাবে জনজীবনকে সচল করা যায় সেই নিয়ে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য-কেন্দ্র। সেইমতো আনলক পর্ব শুরু হয়ে গেছে দেশজুড়ে। বর্তমানে আনলক পর্বের আমরা তৃতীয় পর্যায়ে চলে এসেছি। এতদিন লকডাউনে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ ছিল। সে আন্তর্জাতিক হোক বা আন্তরাজ্য।

লকডাউন চলাকালীন পণ্য থেকে শুরু করে যেকোনো রপ্তানির ক্ষেত্রে কি যে শোচনীয় অবস্থা হয়েছিল তা আমরা সবাই জানি। পরিযায়ী শ্রমিকরা যে কিভাবে মারা পড়েছেন তা চোখে দেখা যায় না। সঙ্গে সাধারণ মানুষের হয়রানির শেষ ছিলো না। যে যেখানে ছিলেন সেখানেই আটকে থেকেছেন। সব মিলিয়ে একটা ম্যাসাকার পরিস্থিতি আর কি।

তবে এরই মধ্যে অভিযোগ উঠেছিল আনলক পর্বের তৃতীয় দফাতেও রাজ্যের মধ্যে এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত ও পণ্য পরিবহণ নিয়ে সমস্যা হচ্ছে। হেনস্তার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যার সমাধান করতে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা মোকাবিলার নামে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত এবং পণ্য পরিবহণ বন্ধ করা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য আনলক পর্ব চালু হতেই রাজ্যের মধ্যে বা ভিন রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে নয়া নীতি ঘোষণা করেছিল কেন্দ্র। সেই নীতি অনুযায়ী আনলকের প্রথম দফা থেকে রাজ্যের মধ্যে এবং ভিন রাজ্যে যাতায়াত ও পণ্য পরিবহণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়। তবে সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে বিশেষ কোনও পাস না লাগলেও সংশ্লিষ্ট রাজ্য পরিস্থিতি বিচার করে পাস অনুমোদন করতে পারে। তবে আনলকের দ্বিতীয় পর্যায়ে সেই পাসের বিষয়টিও উঠে যায়।

সম্প্রতি ভিন রাজ্যের মানুষের অন্য রাজ্যে যাওয়া নিয়েও তৈরি হয়েছিল নানা সমস্যা। এভাবেই নাকি মানুষের মধ্যে থেকে কোভিড ছড়িয়ে পড়ছে বলে দাবি করা হয়। এখন যেখানে প্রতিদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে রেকর্ড গড়ছে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রকের এই সিদ্ধান্ত কোন রাজ্যের ক্ষেত্রে কতটা সুবিধাজনক হবে, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!