এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ, বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার উত্তরবঙ্গ!

স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ, বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার উত্তরবঙ্গ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের প্রতিটি জেলাতেই বিজেপির পক্ষ থেকে শহীদ সম্মান যাত্রার আয়োজন করা হয়েছে। তবে গেরুয়া শিবিরের অভিযোগ, বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস তাদের এই কর্মসূচিতে বাধাদান করছে। আর এবার বিজেপির কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায়। যেখানে কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে একাধিক নারায়ণী সেনা শহীদ সম্মান যাত্রায় উপস্থিত হলে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে ময়নাগুড়ি এলাকায়।

সূত্রের খবর, এদিন জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির পক্ষ থেকে শহীদ সম্মান যাত্রার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। এদিকে নারায়নী সেনারা এই মিছিলে যোগ দেওয়ার সাথে সাথেই দুশোর বেশি নারায়ণী সেনাকে গ্রেপ্তার করে পুলিশ। আর তারপরেই বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়। পুলিশের দাবি, যারা এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন, তারা কেউ স্বাস্থ্যবিধি মানেননি। পাশাপাশি সরকারি কাজে তাদের পক্ষ থেকে বাধাদান করা হয়েছে। তাই বাধ্য হয়ে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা পুলিশের এই যুক্তিকে মানতে চায়নি ভারতীয় জনতা পার্টি। এদিন এদিন এই প্রসঙ্গে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় বলেন, “তৃণমূলের কর্মসূচিতে বিধি ভাঙ্গা হচ্ছে না। কিন্তু শহীদ সম্মান যাত্রা আটকানো হচ্ছে। পুলিশ আটকে দিয়েছে। আমরা করোনা বিধি মেনেই কর্মসূচি পালন করেছি।” একাংশ বলছেন, এর আগেও একাধিক কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হলে সেখানে পুলিশের বাধাদান করার অভিযোগ উঠেছে। আর এবার শহীদ সম্মান যাত্রা উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক নারায়ণী সেনা কর্মসূচিতে উপস্থিত হওয়ার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করাকে কেন্দ্র করে সরব হয়েছে গেরুয়া শিবির। যাকে কেন্দ্র করে রীতিমতো টালমাটাল অবস্থা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!