এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নির্দেশিকা, যুক্ত হল একগুচ্ছ নিয়মাবিধি

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নির্দেশিকা, যুক্ত হল একগুচ্ছ নিয়মাবিধি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল স্বাস্থ্যসাথী- আর এই নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। কার্যত স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় তৃণমূল সরকার। ভোটের আগেই এই প্রকল্প শুরু হয়ে যায়। ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড থাকার দরুণ অনেকেই যে উপকার পেয়েছেন, তা সামনে এসেছে। কিন্তু এবার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর। কার্যত স্বাস্থ্য সাথী নিয়ে বেশ কিছুদিন যাবৎ অনিয়ম হচ্ছিল বেসরকারি নার্সিংহোমে এবং হাসপাতালগুলিতে। সেগুলি হাতেনাতে ধরার পর এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন অ্যাডভাইজারি ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর।

এবার থেকে স্বাস্থ্যসাথীর টাকা পেতে হলে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ওষুধের রশিদ দেখাতে হবে। কার্যত এই নিয়ে ধরা পড়েছে বেশ কিছু গন্ডগোল। তাই এবার নিয়মের কড়াকড়ি করা হলো বলে জানা গিয়েছে। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম মেনেই চিকিৎসা করতে হবে বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে। দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ওষুধের দামের গরমিল ধরা পড়ে। এমনকি কম দামে ওষুধ কিনে রোগীকে খাওয়ানোর পর বেশি করে ওষুধের দাম চাওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আর তাই এবার বেসরকারী হাসপাতালগুলির জন্য কড়া নিয়ম জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ওষুধের নাম জানানোর পাশাপাশি যদি রোগীকে কোনো দামী অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, তাহলে কি কারণে খাওয়ানো হয়েছে, তারও উল্লেখ করতে হবে এবার থেকে। খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসাথী সংক্রান্ত যে নতুন নিয়ম জারি করা হয়েছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় প্রত্যেকেই 5 লক্ষ টাকা করে সুবিধা পান। সেই সুবিধা পেতে যাতে আর কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখছে মমতা সরকার। এদিকে স্বাস্থ্যসাথী নিয়ে প্রথম থেকেই রাজ্য বিজেপির আপত্তি ছিল। কারণ তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকে বাদ দিয়ে তৃণমূল এরাজ্যে স্বাস্থ্যসাথী চালু করেছে।

অন্যদিকে তৃণমূলের দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্প শুধুমাত্র দুঃস্থ শ্রেণীর জন্য, কিন্তু তৃণমূল সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা রাজ্যের সব মানুষকেই দেওয়া হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে প্রথমদিকে কিন্তু বেশ কিছু অসুবিধা তৈরি হয়েছিল। একাধিক বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা গ্রহণ করতে রাজী হচ্ছিল না। তারপর আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যা মেটে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের পরিপ্রেক্ষিতে এবার বিভিন্ন বেনিয়ম চোখে পড়ছে। আর তাই এবার স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে নতুন নিয়ম ঘোষণা হয়েছে। কার্যত এই নিয়মের মাধ্যমে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে কড়া বার্তা দেওয়া হল বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!