এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্বাস্থবিধি মেনে বর্ষবরণের রাত উজ্জাপনের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থবিধি মেনে বর্ষবরণের রাত উজ্জাপনের নির্দেশ হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার কারণে এবার লাগাম পড়তে চলেছে বর্ষবরণের রাত উদযাপনের অনুষ্ঠানেও। করোনার কারণে চলতি বছর বিভিন্ন ধর্মীয়, সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে রাশ টানা হয়েছে। দুর্গাপূজা, কালীপূজার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দেশ দেয়া হলো যে, বর্ষবরণের রাতে সকলে যাতে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলেন, তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ ও প্রশাসন।

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্ষবরণের রাতে সকলে যেতে করোনাবিধি মেনে চলেন, তা সুনিশ্চিত করবে রাজ্য সরকার। বর্ষবরণের রাতে যারা রাস্তায় বের হবেন, তাদের সকলকে মাস্ক পরিধান করতে হবে ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যা করতে কলকাতা জুড়ে পর্যাপ্ত পরিমাণে ওয়াচ টাওয়ার, নাকা চেকিংয়ের ব্যবস্থা করতে হবে পুলিশকে। পুলিশ প্রশাসনকে এমনই নির্দেশ দিলো হাইকোর্ট। দুর্গাপুজো, কালীপুজোর সময়ে করোনা সংক্রমণ রোধ করতে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। দুর্গাপূজা, কালীপূজা হয়েছিল দর্শকহীন মণ্ডপে। হাইকোর্টের নির্দেশ অনেকেই মেনেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বড়দিনের দিন মানুষকে আর বেঁধে রাখা সম্ভব হয়নি। বড়দিনের রাতে ব্যাপক ভিড় হয়েছিল পাক স্টিট, আলেন পার্ক , ময়দানে। ভিড় দেখে আতঙ্কিত হয়ে ছিলেন অনেকেই। তার উপরে করোনার নতুন স্টেন ইতিমধ্যেই হানা দিয়েছে রাজ্যে ও দেশে। এর ফলে বর্ষবরণের রাতে যদি অধিক লোক সমাগম হয়, তবে বাড়তে পারে বিপদ। তাই এ বিষয়ে সরকার ও প্রশাসন যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সে জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী অজয় দে, ইন্দ্রজিৎ দে প্রমুখরা।

গতকাল মঙ্গলবার আদালতের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আইনজীবী অজয় দে, ইন্দ্রজিৎ দের মামলার শুনানি চলেছিল। দুই আইনজীবীর বক্তব্য জানার পর আদালতের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন, বর্ষবরণের রাতে সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, তা সুনিশ্চিত করতে।

গতকাল হাইকোর্টের পক্ষ থেকে এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, বর্ষবরণের রাতে যারা রাস্তায় বের হবেন, তাদের সকলকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, সেইসঙ্গে ব্যবহার করতে হবে স্যানিটাইজার। শহরের যে সমস্ত স্থানে সেদিন ব্যাপক জনসমাগম হয়, সেই সমস্ত স্থানে ওয়াচটাওয়ার, নাকা চেকিংয়ের ব্যবস্থা করতে হবে পুলিশকে। এভাবেই বর্ষবরণের অনুষ্ঠানেও লাগাম পরালো করোনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!