এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে অভিযোগ, প্রচার করতে গিয়ে বড়সড় অস্বস্তিতে মমতার সৈনিক!

স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে অভিযোগ, প্রচার করতে গিয়ে বড়সড় অস্বস্তিতে মমতার সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ক্রমাগত যখন বিজেপির চাপ বাড়ছে, তখন উন্নয়নকে সামনে রেখে এবারের লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই 291 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল। আর প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই তৃণমূল প্রার্থীরা ময়দানে নেমে পড়েছে প্রচারের জন্য। মানুষের কাছে গিয়ে উন্নয়নের কথা তুলে ধরে জনতা জনার্দনের মন জয় করার চেষ্টা করছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা। কিন্তু এবার ভোট প্রচারে তৃণমূলের কাছে ব্যাপক কাটা হয়ে দাঁড়াল স্বাস্থ্যসাথী প্রকল্প।

জানা যায়, রবিবার প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েন সিউড়ির তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী। কিন্তু তিন নম্বর ওয়ার্ডে চা বিক্রেতার কাছে ভোট চাইতে যেতেই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। স্বাভাবিক ভাবেই যে প্রকল্পকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এত প্রচার করতে শুরু করেছে, সেই প্রকল্প নিয়েই মানুষের অভিযোগ সামনে আসায় রীতিমত অস্বস্তিতে পড়ে যান এই তৃণমূল প্রার্থী।

জানা যায়, এদিন সিউড়ির তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী প্রচার করতে গিয়ে কিছুটা হলেও সমস্যার মুখে পড়েন। নিরঞ্জন লাহা নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না জনপ্রতিনিধিদের।” অন্যদিকে এক চা বিক্রেতা তৃনমূল পার্থীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি এসেছেন আপনার দরকার। কিন্তু আমাদের যখন দরকার হবে, তখন পাত্তা পাওয়া যাবে না। ভোট দিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত কোনো উপকার পাইনি। আমার ছেলে উচ্চমাধ্যমিক পাশ করেও চাকরি পায়নি।”

একইভাবে স্বাস্থ্যসাথীর কার্ডে কোনো উপকার না পেয়ে রীতিমত ক্ষোভ উগরে দিতে দেখা যায় এই চা বিক্রেতাকে। আর তারপরই তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী বলেন, “স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন তো! তাহলে 5 লক্ষ টাকার চিকিৎসা পাবেন। আর এরপরই এক চা বিক্রেতা বলেন, “আমার ভাইয়ের স্বাস্থ্য সাথীর কার্ড আছে। কিন্তু দুর্গাপুরে যখন অপারেশন করতে গেল, তখন কিছুই হল না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের প্রকল্প পক্ষ থেকে প্রকল্প করা হলেও, তা নিয়ে যে মানুষের যথেষ্ট অভাব অভিযোগ রয়েছে, তা এদিনের প্রচার পর্ব থেকেই পরিষ্কার হয়ে গেল তৃণমূল প্রার্থীর কাছে। যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তৃণমূলের পক্ষ থেকে উন্নয়নকে সামনে রেখে প্রচার করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু সেই উন্নয়নের ক্ষেত্রেও যে ভাবে কাটা ফুটতে শুরু করেছে, তাতে তৃণমূল কিভাবে কুসুমাকীর্ণ পথ তৈরি করবে, এখন সেটাই বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

তবে স্বাস্থ্যসাথী কার্ডকে নিয়ে তারা এত প্রচার করছেন, কিন্তু সেই কার্ড নিয়েও মানুষের এত অভিযোগ কেন? এদিন এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী বলেন, “ক্ষোভ রয়েছে বিধায়ককে পাননি বলে। কিন্তু দলের কর্মীরা তো পাশে থেকেছে। দেখতে হবে। ক্ষোভ মেটানোর চেষ্টা করব।” তবে এই ক্ষোভের প্রতিফলন যদি ভোটবাক্সে গিয়ে পড়ে, তাহলে তা যে তৃণমূলের পক্ষে খুব একটা সুখকর হবে না, তা বলাই যায়। উন্নয়ন এবার তৃনমূলের জয়ের ক্ষেত্রে প্রধান নিশান হলেও, তা নিয়ে যে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে, এখন তা দূরীভূত করাই প্রধান লক্ষ্য ঘাসফুল শিবিরের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!