এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সন্ত্রস্ত বাংলা! প্রকাশ্য রাস্তাতেই গুলি চালাচ্ছে প্রভাবশালী তৃণমূল নেতা! সরগরম গোটা রাজ্য!

সন্ত্রস্ত বাংলা! প্রকাশ্য রাস্তাতেই গুলি চালাচ্ছে প্রভাবশালী তৃণমূল নেতা! সরগরম গোটা রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যখন শাসকদলের সমস্ত সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে চলবার বারবার নির্দেশ দিয়েছেন। সেই পরিস্থিতিতেই শাসক দলের মাঝে বারবার দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব। বাড়ছে বোমাবাজি, খুন, জখম, সংঘর্ষের মতো ঘটনা। যাকে কেন্দ্র করে অনেক সময়ই ত্রাসের সঞ্চার ঘটছে সংশ্লিষ্ট এলাকায়।

গতকাল রবিবার মুর্শিদাবাদের ডোমকল পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডএর তৃণমূল সভাপতি আসাদুল শেখের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় গুলি চালানোর প্ররোচনা দেবার গুরুতর অভিযোগ উঠে উঠেছে। আট নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি আসাদুল শেখ এর নেতৃত্বে তৃণমূল কর্মী রাজ্জাক শেখ গুলি চালায় আবুল হোসেন ও তাঁর পিতাকে লক্ষ্য করে। এই ঘটনায় দুজনই আহত হয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যালে তাঁরা চিকিৎসাধিন আছেন।

প্রসঙ্গত, ডমকলের একটি স্থানে ঘরের ছাউনি ফেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, গতকাল ঘটনাস্থলে ঘরের ছাউনি ফেলেছিলেন জনৈক বাসিন্দা আবুল হোসেন ও তার সঙ্গে স্থানীয় বেশকিছু লোকজন। এই স্থানটির ঠিক পেছনেই চিন্টু ওরফে রাজ্জাক শেখদের পত্রিক জমি। এ প্রসঙ্গে আবু হোসেন জানিয়েছেন যে, একটা সময় এই জমিটি নিয়ে রাজ্জাক শেখের সঙ্গে তাদের একটি আইনি সমস্যা ছিল কিন্তু পরবর্তীকালে এই সমস্যার সুষ্ঠ সমাধান হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেই জমি দখলের চেষ্টায় আছে রাজ্জাক শেখ।

গতকাল বিকেলে যখন বাজারের পথে ডোমকল পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নুরাবুল ইসলামের কথা বলছিলেন আবুল হোসেন সেসময় অকস্মাৎ গুন্ডাবাহিনী নিয়ে তাদের উপরে চড়াও হন রাজ্জাক শেখ ও তাদের লক্ষ্য গুলি ছোড়েন। গুলিতে আহত হন আবুল হোসেন ও তার পিতা। এই গুলি চালনার ঘটনায় রাজ্জাক শেখ ডোমকলের আট নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি আসাদুল শেখেকে অভিযুক্ত করেছেন। তার অভিযোগ আসাদুল শেখের নেতৃত্বেই এই কাজটি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনা সম্পর্কে ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম জানিয়েছেন,” দু’পক্ষই তৃণমূলের সমর্থক একথা সত্য। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দুটি পরিবারের ব্যক্তিগত স্বার্থের কারণে ওই সংঘর্ষ। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

অন্যদিকে এই ঘটনা সম্পর্কে মুর্শিদাবাদ পুলিশ সুপার কে সবরী রাজকুমার জানিয়েছেন যে, p.w.d. র অন্তর্গত একটি স্থানে ঘরের ছাউনি দেওয়াকে কেন্দ্র করেই এই গন্ডগোল শুরু হয়েছিল। যার কারণে এক পক্ষ গুলি চালিয়েছে অপরপক্ষকে। আহত হলেন দু’জন। সমস্ত এলাকায় শুরু হয়েছে পুলিশি তল্লাশি। এ বিষয়ে তিনি আরো জানিয়েছেন যে, এই ঘটনার পর থেকেই ডোমকলের এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরী এক বিশাল পুলিশবাহিনী নিয়ে এই এলাকায় পাহারায় নিয়োজিত আছেন। তবে এই ঘটনায় অভিযুক্তরা সকলেই পলাতক। গতকাল গুলি চালানোর সময় বোমা ফাটানোও হয়েছিল।সমস্ত এলাকাটি এখনো থমথমে হয়ে আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!