এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্বস্তি না অস্বস্তি? আজ কেমন থাকতে থাকতে পারে মহানগরীর আবহাওয়া? জানুন বিস্তারিত

স্বস্তি না অস্বস্তি? আজ কেমন থাকতে থাকতে পারে মহানগরীর আবহাওয়া? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার ঘূর্ণিঝড় যশের পর থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে কিছুদিন ধরে। মহানগরীতে যেমন বৃষ্টি চলছে, তেমনি বৃষ্টি চলছে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বেশি হয়েছে। বিশেষত, মালদহ জেলার বৃষ্টিপাত হয়েছে প্রচুর যশ পরবর্তী নিম্নচাপের কারণে। দার্জিলিং জেলায় অতিবৃষ্টির পর নেমেছে ধস। কিন্তু মহানগরীতে কয়েকদিন ধরে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে সহজে রেহাই মিলছে না।

গতকাল বিক্ষিপ্ত বৃষ্টির থাকলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মেলেনি। গতকাল ২ দশমিক ৬ মিলি বৃষ্টি হয়েছিল কলকাতায়। গতকাল রাত থেকে বৃষ্টি, ঝোড়ো হাওয়া কিছুটা স্বস্তি দিয়েছে। যে কারনে আজ আবহাওয়া কিছুটা আরামদায়ক ছিল সকালে। তাপমাত্রাও কিছুটা কমই ছিল। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় কম ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যা স্বাভাবিক। সেই সাথে আজ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। গরমের হাত থেকে মিলতে পারে রেহাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু স্থানে। সেই সঙ্গে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল কেরালাতে বর্ষা এসে যাবার সম্ভাবনা রয়েছে। ফলে খুব দ্রুত বাংলায় আসতে চলেছে বর্ষা। চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই বাংলায় বর্ষা এসে যাবার সম্ভাবনা রয়েছে। তার পূর্বে আজ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে রাজ্যে ঢুকতে শুরু করেছে জলীয়বাষ্প। যার প্রভাবে আজ বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!