এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বয়ং তৃণমূল নেত্রীর ফোন মেদিনীপুরে! করোনা আবহে আবারো কাছাকছি ব্যানার্জি-অধিকারী পরিবার?

স্বয়ং তৃণমূল নেত্রীর ফোন মেদিনীপুরে! করোনা আবহে আবারো কাছাকছি ব্যানার্জি-অধিকারী পরিবার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার রাজ্যের পরিবহণ ও সেচ-জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছিল। তবে তাঁর শরীরে করোনার তেমন উপসর্গ না থাকায় তিনি হাসপাতালের পরিবর্তে হোম আইসোলেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি কোলাঘাটের সরকারি গেস্ট হাউসে হোম আইসোলেশনে আছেন। কলকাতার স্বনামধন্য এক বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ শ্যামাসিস বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রীর শারীরিক স্থিতিশীলতার কথা জানালেন টেলিকনফারেন্সের মাধ্যমে পরিবহন মন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত দেখভাল করছেন তিনি।

প্রসঙ্গত, গত মার্চ মাসে করোনা সংক্রমনের শুরু থেকে লকডাউনের কারণে দুর্গত অসংখ্য মানুষকে গত কয়েক মাস ধরে খাদ্য দ্রব্য বিতরণ করেছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৫ মাসে খাদ্য সামগ্রী বিভিন্ন জেলায় কয়েকশো লরিতে করে একাধিকবার পাঠিয়েছেন তিনি। এর সঙ্গে সঙ্গেই তিনি অম্ফান ঝরে ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। ঝরে দুর্গত ২ লক্ষ মানুষকে তিনি ত্রিপল বিলি করেছেন।

আবার, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালে তিনি করোনা চিকিৎসায় ব্যবহৃত আধুনিক সরঞ্জাম, ওষুধ, পথ্য ইত্যাদি একাধিকবার প্রেরণ করেছিলেন। প্রকৃতই তিনি একজন করোনা যোদ্ধা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। সমস্ত রকম সাবধানতা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই তিনি জনসেবা ও মন্ত্রীত্বের কাজ পরিচালনা করেছিলেন। কিন্তু তাঁর পরিবারে কর্মরত জনৈক পরিচারক নিজের করোনা আক্রান্তের কথা গোপন করায়, তাঁর থেকে সংক্রামিত হন তাঁর মা গায়ত্রী দেবী ও তিনি নিজে। এমনটাই তাঁর পরিবার সূত্র থেকে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনা আক্রান্ত হবার সংবাদ ছড়িয়ে পড়তেই দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ মালদহ সহ রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল কর্মী সদস্যদের উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় পরিবহনমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করতে দেখা গেল শাসকদলের বহু সদস্যকে। গতকাল তমলুকের শতাব্দীপ্রাচীন মহাপ্রভু মন্দির শুভেন্দু বাবুর আরোগ্য কামনায় বিশেষ যজ্ঞ, পূজাপাঠের আয়োজন করা হয়েছিল। এই মন্দিরে সারাদিন ধরে চলেছিল মহাপ্রভুর নাম জপ। ১০০৮ টি চন্দন চর্চিত তুলসী পত্র অর্পণ করা হয়েছিল মহাপ্রভুর শ্রীচরণে। এরসঙ্গেই শ্রী শ্রী আদি নৃসিংহ দেবের পূজার আয়োজন চলে। গতকাল এই মন্দিরে মহাপ্রভুর ষোড়শোপচার পুজা, শাস্ত্রপাঠ, নৃসিংহাভিষেকেরও আয়োজন করা হয় শুভেন্দু বাবুর দ্রুত আরোগ্য কামনায়।

তমলুকের মহাপ্রভুর মন্দির ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুরের বিভিন্ন মন্দিরে তৃণমূল দলের কর্মীর-সদস্যরা পরিবহনমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পূজা পাঠ ও যজ্ঞের ব্যবস্থা করেছিলেন। তবে শুধু মন্দিরেই নয়, নন্দীগ্রাম, পাঁশকুড়া, হলদিয়া মুর্শিদাবাদ, মালদহের একাধিক মসজিদে জুম্মার নামাজের পর পরিবহন মন্ত্রীর আরোগ্য কামনায় প্রার্থনা করতে দেখা যায় শাসক দলের কর্মী-সদস্যদের।

কোলকাতার বিখ্যাত বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ শ্যামাসিস বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় জানালেন, “মন্ত্রীর নতুন করে জ্বর আসেনি, ভাল আছেন। বলেছি, ফের জ্বর এলে বা অন্য কোনও উপসর্গ হলে তবেই হাসপাতালে ভর্তি হতে হবে। আর গায়ত্রী দেবীর কাল রাতে অক্সিজেন সার্পোট দিতে হলেও শুক্রবার বিকেলে আর দরকার হয়নি।”

অন্যদিকে কোলাঘাটের সরকারি গেস্ট হাউসে আইসোলেশনে থাকা পরিবহণমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা জানিয়েছেন যে, পরিবহনমন্ত্রী শরীরে অক্সিজেনের মাত্রা ৯৯% রয়েছে। সেই সঙ্গে জ্বর বা অন্য অসুস্থতা তাঁর শরীরে নেই। স্বাভাবিক খাবার গ্রহণ করেছেন তিনি এর সঙ্গেই তিনি পর্যাপ্ত বিশ্রামও গ্রহণ করেছেন। অন্যদিকে গতকাল সাংসদ শিশির অধিকারীকে ফোন করে গায়ত্রী দেবী ও শুভেন্দু বাবুর শারীরিক অবস্থা ও তাঁদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!