এখন পড়ছেন
হোম > রাজ্য > স্বাস্থ্যসাথী কার্ডের রোগীকে ফেরালে চরম ব্যবস্থা বেসরকারি নার্সিংহোমগুলির বিরুদ্ধে?

স্বাস্থ্যসাথী কার্ডের রোগীকে ফেরালে চরম ব্যবস্থা বেসরকারি নার্সিংহোমগুলির বিরুদ্ধে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে স্বাস্থ্য পরিষেবারকে আরও উন্নত করতে এবং গরীব সাধারন মানুষ যাতে সেই পরিষেবা পান, তার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্যসাথীর কার্ড। যে কার্ডের মধ্যে দিয়ে সরকারি এবং বেসরকারি বেশকিছু হাসপাতালে চিকিৎসা করাতে গেলে বেশ কিছু ছাড় পাওয়া যাবে। বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষদের মধ্যে চিন্তা যেমন বাড়ছে, ঠিক তেমনই বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে।

বিশেষ করে বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে এই অভিযোগ উঠলে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে রোগীদের পরিষেবা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার‌। আর এবার এই ব্যাপারে কড়া বার্তা দিল বাঁকুড়া জেলা প্রশাসন। যেখানে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে যে কোনো করোনা রোগীকে ভর্তি নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অর্থাৎ করোনা আক্রান্ত রোগী বলে কোনভাবেই যাতে তাদেরকে অবহেলা করা যাবে না, তা জেলা প্রশাসনের এই বার্তার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আর বর্তমান পরিস্থিতিতে যখন স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নানা জায়গায় অভিযোগ উঠছে, তখন বাঁকুড়া জেলা প্রশাসনের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার যোগ্য বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, মঙ্গলবার বাঁকুড়া জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের একটি বৈঠক হয়। আর সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেখানে বিভিন্ন সময়ে স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই কথা বৈঠকে আলোচনা করার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যসাথীর কার্ড যদি কেউ দেখায়, তাহলে তাদেরকে অবিলম্বে ভর্তি করতে হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিন এই প্রসঙ্গে পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল বলেন, “স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত চিকিৎসার জন্য গেলে তাদের ভর্তি নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো রোগীকে ভর্তি নেওয়া হয়, তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানানো হবে।”

আর শুধু মুখের কথা নয়, যদি এই ব্যাপারে রোগীর পক্ষ থেকে স্বাস্থ্যসাথীর কার্ড দেখানো সত্ত্বেও তাদের সঙ্গে দুর্ব্যবহার বা হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে, তাহলে যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা কার্যত স্পষ্ট বলেই মনে করছেন একাংশ। একাংশ বলছেন, বাঁকুড়া জেলা প্রশাসনের এই উদ্যোগ যথেষ্ট স্বাগত। বিভিন্ন সময়ে রোগীর আত্মীয় এবং পরিজনেরা অভিযোগ তুলেছেন, স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে ফ্রিতে চিকিৎসা পাওয়া যাবে বলা হলেও, বাস্তবে তা হচ্ছে না।

এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালেও রোগী ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে অস্বস্তি বেড়েছিল রাজ্য প্রশাসনের। এমনকি বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণের জন্য বারবার বলা হয়েছে। আর এবার বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানকার বিভিন্ন নার্সিংহোমে থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হল।

যেখানে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে করোনা আক্রান্ত রোগীকে যে ভর্তি নিতে হবে, সেই ব্যাপারে সাফ জানিয়ে দিল বাঁকুড়া জেলা প্রশাসন। সব মিলিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠলেও, এখন জেলা প্রশাসনের এই কড়া বার্তার পরে নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালগুলো কতটা নমনীয় হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!