এখন পড়ছেন
হোম > অন্যান্য > জেনে নিই ১৩ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

জেনে নিই ১৩ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৩ই সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১০৮৭ সালের এই দিনে বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাসের জন্ম হয়।

২. ১৫০১ সালে আজকের এই দিনে মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।

৩. ১৬০৯ সালে আজকের এই দিনে অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান। পরবর্তীকালে নদীটির নাম রাখা হয় হাডসন নদী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

. ১৭৮০ সালে আজকের এই দিনে বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।

৫. ১৭৮৮ সালে আজকের এই দিনে নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।

৬. ১৯০৪ সালে আজকের এই দিনে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন।

৭. ১৯১০ সালে আজকের এই দিনে প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন মৃত্যুবরন করেন।

 

৮. ১৯২৯ সালে আজকের এই দিনে ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।

৯. ১৯৫৯ সালে আজকের এই দিনে চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।

১০. ২০০৮ সালের এই দিনে দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!