এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিলেবাসে চোরেদের নাম! সর্বত্র রাজনীতি করণ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

সিলেবাসে চোরেদের নাম! সর্বত্র রাজনীতি করণ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় বর্তমানে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে একসময় সিঙ্গুর আন্দোলনের কথা পাঠ্য বইয়ের উল্লেখ রয়েছে। যেখানে সেই পার্থ চট্টোপাধ্যায়ের কথা তুলে ধরা হয়েছে। আর এবার সেই বিষয়টি তুলে ধরে বালুরঘাটের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন বালুরঘাটে একটি প্রতিবাদ সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পাঠ্যপুস্তকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আপনারা এখন পাঠ্যপুস্তকে চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম পাবেন। রামকৃষ্ণ পরমহংসদেব পাবেন না, নেতাজি সুভাষচন্দ্র বোস পাবেন না, চিলা রায়কে পাবেন না, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে পাবেন না। চোরেদের নাম পাবেন। এরা সব জায়গায় এভাবে রাজনীতি করণ করছে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে পাঠ্যপুস্তকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকা নিয়ে তৃণমূলকে ব্যাপক চাপের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!