এখন পড়ছেন
হোম > রাজ্য > চড়া দামে নয়, বাজারের দামেই মিলবে জিনিস – কিন্তু, নিতে হবে সিন্ডিকেট থেকেই! উত্তরবঙ্গের ফুডপার্ক ঘিরে নতুন বিতর্ক!

চড়া দামে নয়, বাজারের দামেই মিলবে জিনিস – কিন্তু, নিতে হবে সিন্ডিকেট থেকেই! উত্তরবঙ্গের ফুডপার্ক ঘিরে নতুন বিতর্ক!


সুর নরম করলেও তাদের সিন্ডিকেট থেকেই যে নির্মাণ সামগ্রী কিনতে হবে তা ফের জানিয়ে দিলেন উত্তরবঙ্গের ফুডপার্কের সিন্ডিকেটের কর্তারা। প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়ির ফুডপার্কে কদিন আগেই শিল্প করতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েছিলেন শিলিগুড়ির শিল্পপতি কমল মুন্দ্রা।

আর এরপরই পুলিশ প্রশাসন, শিল্পদপ্তর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ জানান যে, এই সিন্ডিকেট থেকে বালি, পাথর না নেওয়া হলে তাকে কোনো রকম কাজ করতে হবে না বলে সেখানে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। আর জনৈক এই শিল্পপতির অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে প্রশাসন।

জানা গেছে, ইতিমধ্যেই ফুডপার্কের সিন্ডিকেটরাজের ব্যাপারে ফাঁসিদেওয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে এসজেডিএ কর্তৃপক্ষ। এদিন এই প্রসঙ্গে সেই এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “তোল আদায়, সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী নিতে চাপ ও হুমকি দেওয়া বরদাস্ত করা হবে না। যারাই এর সাথে যুক্ত থাক, কেউ ছাড় পাবে না। শিল্পোদ্যোগীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন তা পুলিশ সুপারকে দেখতে বলেছি।”

অন্যদিকে লাগাতার বিতর্কের মুখে পড়ে সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সেই সিন্ডিকেটের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই এই সিন্ডিকেটের সম্পাদক রতন অধিকারী বলেন, “আমরা কোনো তোলা আদায় করছি না। আমাদের সম্পর্কে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমরা চাই ফুডপার্কে আরও শিল্প হোক। তবে বাজারের যে রেট আছে সেই রেটেই মালপত্র সরবরাহ করা হবে।”

কিন্তু ট্রাকচালকদের কাছ থেকে রোজ 50 টাকা নেওয়ার অভিযোগ কি সত্যি? এদিন এই প্রসঙ্গে সেই সিন্ডিকেটের সম্পাদক রতন অধিকারী বলেন, “হ্যাঁ, ঘটনাটি সত্যি। ট্রাকচালকদের কাছ থেকে 50 টাকা নেওয়া হয় তাদেরই ওয়েলফেয়ারের জন্য।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এই সিন্ডিকেটের থেকে বেশি দরে মাল নেওয়ার জন্য কেন শিল্পপতিদের চাপ দেওয়া হচ্ছে এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “স্থানীয় বেকার যুবকরাই এখানে কাজ করেন। তাই নির্মাণ সামগ্রী যখন নেওয়াই হচ্ছে, তখন তাদের কাছ থেকে নিতে কি অসুবিধে? তাই আমরা শিল্পোদ্যোগীদের এখান থেকেই নির্মাণ সামগ্রী নেওয়ার কথা বলেছি।” তবে এবার থেকে সেই নির্মাণ সামগ্রী আর চড়া দামে নয়, বাজার দামেই মিলবে বলে এদিন জানান তিনি। সব মিলিয়ে উত্তরবঙ্গের ফুডপার্ক ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!