এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – প্রয়াত দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার টি এন শেষন

BREAKING NEWS – প্রয়াত দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার টি এন শেষন


প্রয়াত দেশের প্রাক্তন মুখ‌্য নির্বাচন কমিশনার তিরুনেল্লাই নারায়ণ শেষন। রবিবার রাত ৯.৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া রাজনীতিবিদ থেকে শুরু করে আমজনতার মনে।

ভারতের ইতিহাসে অনেকেই মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা সামলেছেন। কিন্তু দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন টি এন শেষন। কেননা, তাঁর আমলেই মুখ‌্য নির্বাচন কমিশনারের পদটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন সাধারণ মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলতে তিনি নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর আমলেই চালু হয় সচিত্র ভোটার কার্ড, যা বর্তমানেও নির্বাচনী প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু, নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ ও অবাধ করতে গিয়ে প্রায় সমস্ত রাজনৈতিক দলের চক্ষুশূল হতে হয়েছিল তাঁকে।

তবুও দমিয়ে রাখা যায় নি – এই পুরুষ সিংহকে। কোনো কিছুর সঙ্গে আপোষ না করে, রাজনৈতিক দলগুলির তীব্র বিরোধিতাকে উপেক্ষা করে – তিনি নিজের কর্তব্যে ছিলেন অবিচল। সরকারি আমলা হিসাবে নিজের কর্তব‌্যপরায়ণতার জন‌্য ১৯৯৬ সালে রমন ম‌্যাগসাইসাই (যা এশিয়ার নোবেল নামে খ‌্যাত) পুরস্কার পান তিনি। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ দেশের বিভিন্ন রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!