এখন পড়ছেন
হোম > জাতীয় > ট্যাবলো বিতর্কে ফের আগুনে ঘি ঢাললেন দিলীপ,প্রবল কটাক্ষ তৃণমূলকে,জানালেন বিতর্কের মূল কারণটি

ট্যাবলো বিতর্কে ফের আগুনে ঘি ঢাললেন দিলীপ,প্রবল কটাক্ষ তৃণমূলকে,জানালেন বিতর্কের মূল কারণটি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল করা হয়েছে বাংলার ট্যাবলো। যাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে পক্ষপাতিত্বের রাজনীতি বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ট্যাবলো বিতর্ক নিয়ে আবার আগুনে ঘি ঢাললেন দিলীপ ঘোষ। একের পর এক কটাক্ষ করলেন তিনি তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কোন যুক্তিযুক্ত কারণ ছাড়াই বাংলার ট্যাবলো বাতিল করে দেয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন বঙ্গবাসী। এ কারণেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে, নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে নাড়িয়ে তাদের দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল। দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল বাংলা। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষ ব্যথিত হয়েছেন।

এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, আধুনা সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন, ট্যাবলো বিতর্ক পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন ফ্যাশন। সব ব্যাপারে বিতর্ক তৈরি করা তৃণমূল সরকারের একটা ফ্যাশন। মানুষকে আসল সমস্যা থেকে সরিয়ে দিয়ে মনকে বিভ্রান্ত করার চেষ্টা। ট্যাবলো কি হবে, না হবে? সে বিষয়ে বিচার বিবেচনার জন্য দিল্লিতে একটা কমিটি আছে। তারাই সমস্ত কিছু ঠিক করে। তাদের সঙ্গে কথাবার্তা বলে প্রথম থেকে ইনফরমেশন দিয়ে ট্যাবলো করা উচিত ছিল। তৃণমূল সরকার বিতর্ক চায়, কাজ চায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!