জলের মতো টাকা খরচ, তবুও জল যন্ত্রণা মিটছে না কলকাতাবাসীর, পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন! কলকাতা রাজ্য July 11, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট - কলকাতার জল যন্ত্রণাকে মেটাতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। 2020-21 আর্থিক বর্ষে নিকাশির জন্য প্রায় 280.32 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু তারপরেও সামান্য বৃষ্টিতেই কলকাতার বিভিন্ন এলাকার জলমগ্ন হতে দেখা যাচ্ছে। আর শুধু জলমগ্ন থাকাই নয়, দীর্ঘদিন ধরে সেই জল