সংখ্যালঘু নেতাকে মারধরের অভিযোগ উঠতেই হেভিওয়েটদের নিয়ে মহামিছিল তৃণমূলের! উঠছে একাধিক প্রশ্ন নদীয়া-২৪ পরগনা রাজ্য August 17, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -যত দিন যাচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙ্গড়। আব্বাস সিদ্দিকীর ওপর হামলার অভিযোগে কিছুদিন আগে যুব তৃনমূলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। গত 10 আগস্ট এই ঘটনার পরে ভাঙ্গড় সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় ফ্লেক্স ছিড়ে দেওয়ার পাশাপাশি আব্বাস সিদ্দিকীর অনুগামীরা বিভিন্ন রাস্তা অবরোধ করেন।