চাইনিজ অ্যাপকে ঝেঁটিয়ে বিদায় করার চক্করে হারিয়েছেন ট্রু-কলার? এবার মুশকিল আসান করবে গুগল! অন্যান্য টেকনোলজি September 12, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ফোনে অচেনা নম্বর থেকে ফোন কিংবা ফোনের ওপারে অপরিচিত ব্যক্তি? ভয় তো লাগারই কথা। তবে এতদিন সেই ভয় কাটাতে সঙ্গী ছিল ট্রু কলার। তাতে আপনি চাইলে দেখে নিতে পারতেন অচেনা ব্যক্তির সিম রেজিস্টার্ড নাম থেকে ঠিকানা। সেই সঙ্গে সাবস্ক্রাইব করা থাকলে পেতে পারতেন আরো অনেক সুবিধা।