ঝাড়গ্রামের জামবনি তে বিজেপি কর্মী খগপতি মাহাতকে লক্ষ্য করে গুলি পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য July 1, 2019 ঝাড়গ্রাম,কার্তিক গুহ :- ঝাড়গ্রাম জামবনি তে বিজেপি কর্মী খগপতি মাহাতকে লক্ষ্য করে গুলি। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের বাঘুয়া গ্রামে রাত, ১ টা নাগাদ ঘটনা ঘটেছে।গ্রামের যুবক খগপতি মাহাত (২০),এদিন গ্রামের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে মেতে ছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে বুকে গুলি করে।সাথে সাথে মাটিতে লুটিয়ে