এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তাহলে কি শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস? পর্ষদের তরফ থেকে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে গেলো প্রস্তাব !

তাহলে কি শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস? পর্ষদের তরফ থেকে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে গেলো প্রস্তাব !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির শুরুতেই স্কুল-কলেজ বন্ধ হয়ে যায় রাজ্যজুড়ে। দীর্ঘ সাত মাস যাবত স্কুল কলেজ বন্ধ হয়ে রয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, আগামী বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সিলেবাস কিভাবে শেষ হবে, কিংবা পরীক্ষা কবে হবে তা নিয়ে। যদিও করোনা সংকটকালে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক দূরত্ব মেনে অনলাইনে ক্লাস শুরু হয়। এই অবস্থায় আগামী দিনে স্কুল খোলার ব্যাপারটি নিয়ে এবার আলোচনা শুরু হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে ক্লাস চালু করার পক্ষে বলা হয়েছে বলে জানা গেছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল শিক্ষা সচিব বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস কমিটির সঙ্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্ষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্না, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর ওই বৈঠকে যোগ দিয়েছেন পর্ষদের স্থায়ী সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এই দিনের বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে পরীক্ষা কবে নেওয়া হবে এ বিষয়ে বিশদে আলোচনা করেছেন বলে জানা গেছে।

জানা যাচ্ছে, মাধ্যমিক স্তরের 30 থেকে 35% সিলেবাস কিছুটা শেষ হলেও উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনো এর মধ্যেই শুরুই করা যায়নি। কারণ ক্লাসরুমে বসে কোনো ক্লাস হয়নি। তাই অবিলম্বে ক্লাসরুম খোলা দরকার বলে জানানো হচ্ছে দুই বোর্ডের তরফ থেকে। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোনো অধিকারিক। তবে স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ক্লাস চালু হলে কিভাবে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন করানো হবে সে ব্যাপারে একগুচ্ছ বিধি তৈরি হয়েছে। কবে থেকে চালু হবে স্কুল? এই প্রশ্নের পাশাপাশি এদিন বৈঠকে আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী বছর জুন মাসের আগে কোনভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মে-জুন মাসের আগে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কারণ, পরীক্ষার প্রস্তুতির জন্য তিন চার মাস সময় প্রয়োজন। সামনের বছর ফেব্রুয়ারিতে মাধ্যমিক কোনোভাবেই সম্ভব নয়। স্কুলশিক্ষা দপ্তর কিন্তু ফেব্রুয়ারি ও মার্চ মাসে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নেওয়ার ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তবে সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আইসিএসসি, সিবিএসসি বোর্ডের পরীক্ষার কথা বলা হয়েছে।

কারণ ওই দুই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যদি মার্চ মাসে হয়ে যায়, তাহলে কিন্তু এ রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছর পরীক্ষার সূচি নিয়ে সতর্ক থাকার কথা বলেছে। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে সিলেবাসে কতটা কাটছাঁট হবে তা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে স্কুলশিক্ষা দপ্তরে বলে জানা গেছে। ইতিমধ্যেই তা মুখ্যমন্ত্রী দপ্তরেও পাঠানো হয়ে গেছে বলে খবর। সূত্রের খবর, দুই বোর্ডের তরফে মাধ্যমিকের 20 থেকে 25% সিলেবাস ও উচ্চমাধ্যমিকের 30 থেকে 35% সিলেবাস কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার যদিও স্কুলশিক্ষা দপ্তরের বৈঠকে স্কুল শিক্ষা সচিব জানিয়ে দিয়েছেন, পরীক্ষা এবং স্কুল খোলা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে অবশ্য করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি ঠিক হয়নি। তাই স্কুল চালু হলেও সর্বাগ্রে করোনা পরিস্থিতি রুখতে সাবধানতা ও সতর্কতা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে স্কুল চালু হলে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কিভাবে সম্ভব হবে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তাই দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলা নিয়ে কি সিদ্ধান্ত আসতে চলেছে সরকারীভাবে এখন সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!